করোনা সন্দেহে প্রতিবেশীদের হেনস্থার শিকার বিমানসেবিকা

0
37

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

করোনাভাইরাসের দাপটে নাজেহাল জনজীবন। কিন্তু কীভাবে ছড়াচ্ছে করোনা সংক্রমণ? বারংবার প্রচার করা সত্ত্বেও এখনও পর্যন্ত এই সংক্রমণের বিষয়টি অনেকের কাছেই অজানা। আর সেই কারণেই পরিবারের সদস্য করোনা আক্রান্ত হলে প্রতিবেশী তালাবন্ধ করে দিচ্ছে। করোনা সন্দেহে মৃতদেহ বাড়িতে পড়ে থাকছে ঘণ্টার পর ঘণ্টা। বর্তমানে এমন ঘটনা একটু বেশিই নজরে পড়ছে।

Harassment | newsfront.co
প্রতীকী চিত্র

এবার করোনা সন্দেহে প্রতিবেশীদের হেনস্থার শিকার হলেন বিমানসেবিকা। প্রতিবেশীদের রোষে পড়ে পরিবারকে প্রায় গৃহবন্দী থাকতে হচ্ছে। ঘটনাটি ঘটেছে হাওড়ার শিবপুর এলাকায়। এই অত্যাচার সহ্য করতে না পেরে ওই বিমানসেবিকা মেইল করে পুলিশের কাছে অভিযোগ করেছেন।

কয়েকদিন আগে অফিস থেকে ফিরে পথ কুকুরদের খাওয়াচ্ছিলেন বেসরকারি উড়ান সংস্থার বিমানসেবিকা সুদীপা অধিকারী। সেই সময় তাঁকে হেনস্থা করা হয় বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন তিনি। এমনকী শারীরিক নিগ্রহ করার চেষ্টাও করা হয় বলে জানান ওই বিমানসেবিকা। এলাকায় করোনা ছড়াতে পারে বলে অভিযোগ তুলে ওই বিমানসেবিকা ও তাঁর পরিবারকে হেনস্থা করা হচ্ছে।

আরও পড়ুনঃ সোশ্যাল মিডিয়ায় জাত তুলে আক্রমণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকাকে

গত বৃহস্পতিবার থেকে কার্যত ওই পরিবার গৃহবন্দী হয়ে রয়েছেন। তরুণী কোভিড ক্যারিয়ার বলে অভিযোগ তুলে অযথা হয়রানির শিকার হচ্ছেন হাওড়ার শিবপুর নীলরতন মুখোপাধ্যায় লেনের এই পরিবারের সদস্যরা। রীতিমত পাড়াছাড়া করার হুমকিও দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ আক্রান্ত গর্ভবতী দীর্ঘ অপেক্ষার পর ভর্তি মেদিনীপুর মেডিকেলে

সুদীপাদেবীর দাবি, কোভিড বিধি মেনেই তাঁরা ডিউটি করেন। বাড়ি থেকেই বিমানবন্দর যাতায়াত করেন। বিমানসেবিকা পদে কর্মরত ওই মহিলার ওপর মানসিক চাপ সৃষ্টি করছে এলাকাবাসীর একাংশ। করোনা ছড়াতে পারে এই আশঙ্কায় তাঁকে ও তাঁর পরিবারকে বাড়ির বাইরে বেরতে নিষেধ করেন প্রতিবেশীদের একাংশ। তা সত্ত্বেও তিনি ডিউটি যাচ্ছিলেন।

এই নিয়ে একাধিকবার প্রতিবেশীদের হুমকির মুখে পড়তে হচ্ছে ওই পরিবারকে। এই বিষয়ে সুরাহা চেয়ে ওই বিমানসেবিকা পুলিশের দ্বারস্থ হয়েছেন। পুলিশ সূত্রে খবর, পুরো বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here