চলছে লকডাউন, খামারগাছিতে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের পাশে এক আশ্রম

0
50

মোহনা বিশ্বাস, হুগলীঃ

করোনা ভাইরাসের দাপটে নাজেহাল বিশ্ব। ভারতও এখন করোনার কবলে। সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। এই লকডাউনের জেরে খামারগাছিতে আটকে পড়েছে প্রায় ১৫০জন পরিযায়ী শ্রমিক। বিহারের মুঙ্গের ও ভাগলপুর থেকে হুগলীর বলাগড়ের বিভিন্ন জায়গার ক্ষেতে পিঁয়াজ তুলতে এসেছিল ওই শ্রমিকরা। লক ডাউনের কারণে এখন ওদের ঠাঁই হয়েছে হুগলীর খামারগাছি স্টেশনে।

cook | Newsfront.co
নিজস্ব চিত্র

সব দোকান বন্ধ। ফলে খাবার পাচ্ছিল না ওরা। দেশের এই সংকটজনক পরিস্থিতিতে ওই পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াল হুগলী ত্রিবেনীর শ্রী শ্রী সত্যানন্দ গিরি মহারাজ দশনাম সন্ন্যাস আশ্রম। প্রতিদিন আটকে পড়া ওই শ্রমিকদের খাবার দিচ্ছেন ত্রিবেনীর ওই আশ্রমের সদস্যরা।

lady| newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ প্রতিবন্ধীদের খাদ‍্য সামগ্ৰী প্রদান

শ্রী শ্রী সত্যানন্দ গিরি মহারাজ দশনাম সন্ন্যাস আশ্রমের সদস্য শম্ভুনাথ দাস বলেন, যতদিন লক ডাউন চলবে ততদিন তারা আটকে পড়া ওই শ্রমিকদের মধ্যাহ্নভোজন করাবেন। তবে এভাবে কতদিন তারা ওদের খাওয়াতে পারবেন তা জানা নেই। প্রশাসনকেও ওই পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে অনুরোধ করেন শম্ভুনাথ বাবু। আটকে পড়া অসহায় ওই শ্রমিকদের সাহায্যার্থে হাত বাড়িয়ে দিয়েছেন জেলা পরিষদের সহ সভাধিপতি সুমনা সরকার। তিনি লক ডাউন চলাকালীন আটকে পড়া শ্রমিকদের পাশে দাঁড়াতে আহ্বান জানান রেল কর্তৃপক্ষকেও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here