সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
ফ্লাই অ্যাশ ভর্তি বাংলাদেশী জাহাজ ডুবলো মুড়িগঙ্গা নদীতে। ডুবে যাওয়া বাংলাদেশী জাহাজের নাম আরিয়াল খান ১। ডুবন্ত জাহাজ থেকে সাত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় এক মৎস্যজীবী।
জানা যায়, বাংলাদেশী জাহাজটি ফ্লাই অ্যাশ ভর্তি করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। যাওয়ার পথে এদিন বিকাল সাড়ে পাঁচটা নাগাদ মুড়িগঙ্গা নদীতে হারুড পয়েন্ট কোষ্টাল থানা এলাকার বড়তলা ঘাটের কাছে ডুবে যায়। সেই সময় পাশে থাকা একটি ট্রলারের মৎস্যজীবী পির আলি সেখ ডুবন্ত জাহাজে থাকা ৭ জন ব্যক্তিকে উদ্ধার করে। পরে তাদেরকে পাশে থাকা সোনিয়া চৌধুরী নামের একটি জাহাজে পৌঁছে দেয় ঐ মৎস্যজীবী।
ডুবন্ত জাহাজ থেকে উদ্ধার হওয়া ৭ ব্যক্তি সোহাগ হোসেন, আলাউদ্দিন মোল্লা,তাজমুল মোল্লা, মিঠুন সেখ, লিমন, রাজিব মোল্লা ও মাসুম বিল্লাহ সেখ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার বৈভব তিওয়ারি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
পুলিশ সূত্রে খবর ডুবন্ত জাহাজ থেকে উদ্ধার হওয়া ৭ ব্যক্তি বর্তমানে সোনিয়া চৌধুরী নামক জাহাজে রয়েছে। এবং জাহাজটি ঘোড়ামারা দ্বীপের কাছে রয়েছে। আগামীকাল হারুড পয়েন্ট কোষ্টাল থানা এলাকার পুলিশের হাতে স্থানান্তরিত করা হবে তাদেরকে।অবশ্য পরপর জাহাজ ডুবির ঘটনায় প্রশ্ন উঠছে জলপথের নিরাপত্তা নিয়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584