মাস্ক পরা নিয়ে বিতর্কের জেরে গ্রাহককে গুলি ব্যাঙ্কের সিকিউরিটি গার্ডের

0
146

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

মাস্ক পরা নিয়ে বচসার জেরে চলল গুলি! ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বেরিলির ব্যাঙ্ক অফ বরোদার এক শাখায়। রোজকার মতই কাজ চলছিল ব্যাঙ্কের ওই শাখায়। ব্যাঙ্কে আসা এক গ্রাহক মাস্ক পরে না আসায় কথা কাটাকাটি শুরু হয় ব্যাঙ্কের এক সিকিউরিটি গার্ডের। কিছু সময় পর তা ধাক্কাধাক্কির পর্যায়ে চলে যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মাথা ঠিক না রাখতে পারে প্রচন্ড রেগে গিয়ে গুলি চালিয়ে ফেলেন ওই সিকিউরিটি গার্ড, এমনই অভিযোগ উঠেছে। গুলিতে জখম হন ওই গ্রাহক। আহত ওই গ্রাহককে রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়।

arrested security guard | newsfront.co
সৌজন্যেঃ এএনআই

জানা গেছে, ওই গ্রাহক পেশায় রেলকর্মী। গ্রাহকের সাথে ওইদিন ব্যাঙ্কে এসেছিলেন তাঁর স্ত্রীও। আচমকা ঘটে যাওয়া ওই ঘটনায় নিজের স্বামীকে রক্তাক্ত অবস্থায় দেখে চিৎকার করে ওঠেন তিনি। তিনি বলতে থাকেন, কেন আপনি গুলি করলেন?

আরও পড়ুনঃ প্রয়োজনের তুলনায় চারগুণ বেশি অক্সিজেন চেয়েছে দিল্লি সরকার, রিপোর্ট অডিট কমিটির

সূত্রের খবর, প্রথমে ব্যাঙ্কের ওই সিকিউরিটি গার্ড অনুরোধ করেছিলেন মাস্ক পরার জন্য। কিন্তু তার কথায় কর্ণপাত করেননি ওই গ্রাহক। এ নিয়েই দুই পক্ষের মধ্যে বচসার সূত্রপাত। তবে গ্রাহকের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। ব্যাঙ্কের কাজ চলাকালীন এই গুলিচালনার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। চোখের সামনে এই ঘটনা দেখায় ব্যাঙ্কের অন্যান্য কর্মী ও গ্রাহকেরাও হতভম্বিত। বেরিলি থানার পুলিশ ওই সিকিউরিটি গার্ডকে হেফাজতে নিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here