মোহনা বিশ্বাস, কলকাতাঃ
হেস্টিংসে বিজেপির সাংগঠনিক বৈঠকে তুমুল উত্তেজনা, হাতাহাতি। সূত্রের খবর, সোমবার বৈঠক থেকে বেরিয়ে হৃদরোগে আক্রান্ত হন রাজু সরকার নামে বিজেপির এক যুবনেতা। এরপর ওই যুবনেতাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

হেস্টিংসের দফতরে যুব মোর্চার দু’দিনের বৈঠক চলছিল। তিন জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিলেন যুবমোর্চার রাজ্য নেতারা। এই বৈঠকে যোগ দিয়েছিলেন রাজু সরকারও। এদিনের সেই বৈঠকের শেষে বাক্য বিনিময়ে উত্তেজিত হয়ে পরেন তিনি এবং বাদানুবাদে জড়িয়ে পড়েন যুব মোর্চার সহ সভাপতি রাজু সরকার।এরপর ওই বৈঠক থেকে বেরিয়ে আসেন তিনি।
আরও পড়ুনঃ ভরতপুরে পঞ্চায়েত প্রধানদের কাজে বাধা দিচ্ছে শাসক দলের কর্মীরা, প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল
এর কিছুক্ষণ পর থেকে অসুস্থবোধ করলে ওই যুবনেতাকে তৎক্ষণাৎ এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় ইএমবাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন যে, পথেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় রাজু সরকারের। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গেরুয়া শিবির।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584