নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ
ভারতের ইতিহাসে এই প্রথম এমন উদ্যোগ৷ একবার ভাবুন তো, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন আর দেখছেন রাস্তায় ছড়িয়ে আছে রাশি রাশি বই। বইপিপাসুরা নড়েচড়ে বসলেন তো? ভাবছেন সত্যিই যদি এমনটা হত কতই না ভাল হত! ভাবছেন হয়ত, আহা! এমন দিনের অপেক্ষা তো কতদিনের।…আর অপেক্ষা নয়। দিন আসন্ন। আগামী ২৮ এবং ২৯ মার্চ এমনটাই ঘটতে চলেছে শহরের বুকে।
অভিনেতা-পরিচালক অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, কথাকলি সন্তোষপুর লেকপল্লী এবং আমাদের যাদবপুরের সহযোগিতায় ‘মৃত্তিকা’র নয়া নিবেদন ‘আ বুক কার্নিভ্যাল’।
ব্যাপারটা এরকম- মানুষের কাছ থেকে তাঁদের পড়ে ফেলা বই সংগ্রহ করে সম্পূর্ণ বিনামূল্যে তুলে দেওয়া হবে বইপিপাসুদের হাতে। রাস্তায় ছড়ানো থাকবে বই। যে যেটা খুশি নিয়ে দেখতে ও পড়তে পারবেন।
আরও পড়ুনঃ পারস্পরিক সংঘর্ষ থেকে মুক্তি দুই উপগ্রহের, অল্পের জন্য রক্ষা পেল আইরাস-জিজিএসই-৪
২০১৬-তে আয়োজিত ‘টরন্টো বুক রিভার প্রজেক্ট’-এর কথা মাথায় রেখে এমন উদ্যোগ বলে জানিয়েছেন অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়৷
ভারতের বুকে এহেন উদ্যোগ এই প্রথম। ইতিমধ্যেই ফ্রান্স, জার্মানি, আফ্রিকা, ইউক্রেন থেকে মানুষ শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন ‘আ বুক কার্নিভ্যাল’-এর মতো উদ্যোগকে। সবমিলিয়ে এক অন্য উদ্যোগের সাক্ষী হতে চলেছে আমাদের শহর তথা দেশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584