নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
কর্মরত অবস্থায় নিজের সার্ভিস রাইফেল দিয়ে গুলি করে আত্মঘাতী হয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার কেঁচকাপুর গ্রামের বিএসএফ জওয়ান কেদারনাথ হাঁসদা।ঘটনাটি ঘটেছে শনিবার উত্তর দিনাজপুরের চোপড়া থানার অন্তর্গত বাংলাদেশ বর্ডারে।
সোমবার তাঁর মৃতদেহ সেনা অফিসারেরা নিয়ে আসে চন্দ্রকোনা থানায়।মৃতদেহ নিয়ে যাওয়া হয় তাঁর বাড়িতে।জানাযায়,আত্মঘাতী ওই জওয়ান ডিউটিরত অবস্থায় সীমান্তেই নিজেকে গুলি করেন,ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় । বিহারের কিষাণগঞ্জে ৯৪ নং ব্যাটেলিয়ান জি কোম্পানির বিএসএফ জওয়ান ছিলেন আত্মঘাতী ওই জওয়ান।পরিবারে স্ত্রী ও একটি ১১ বছরের সন্তান রয়েছে,বাবা মা নেই।
আরও পড়ুনঃ ২ হাজার কোটি টাকা প্রতারণার দায়ে ধৃত কেরালার চিটফান্ড সংস্থার মালিক
সোমবার চন্দ্রকোনা থানার পুলিশ বিএসএফের গাড়ি দুটি এসকোর্ট করে নিয়ে যায় কেঁচকাপুরে তাঁর গ্রামের বাড়িতে।গ্রামে কফিন বন্দি দেহ পৌঁছতেই ভেঙে পড়ে গোটা গ্রাম,ভিড় জমে যায় ওই জওয়ানের বাড়িতে,কান্নায় ভেঙে পড়ে পরিবার।সেখানেই সমস্ত নিয়ম মেনে গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হয় বিএসএফের তরফে।
আরও পড়ুনঃ বিনা লাইসেন্সে গ্যাস মজুত করার দায়ে গ্রেফতার দুই
সমস্ত রীতি মেনে গ্রামের বাড়ির পাশেই দাহ করা হয় আত্মঘাতী ওই জওয়ানকে।কি কারণে নিজের সার্ভিস রাইফেল দিয়ে আত্মঘাতী হলেন ওই জওয়ান, সে বিষয়ে এখনও স্পষ্ট নয়, তবে মৃতের এক ভাইয়ের দাবি স্ত্রীর সাথে দীর্ঘ দিন ধরেই গন্ডগোল চলছিল , স্বভাবত সেই কারণে এমন কাজ করে থাকতে পারেন বলে অনুমান করা হচ্ছে ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584