নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
বুধবার বিকেলে রাণিতলা থানার ঝিকরায় জলে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে । পুলিশ জানিয়েছে, মৃত শিশুটির নাম শোভান সেখ।
মৃত শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিশুটি সম্প্রতি হাঁটতে শিখেছিল। বুধবার বিকেলে পরিবারের সদস্যদের অলক্ষ্যে শিশুটি বাড়ির পাশের পুকুরের ধারে চলে যায় এবং অসাবধানতায় জলে পড়ে যায়। এদিকে শিশুটিকে বাড়িতে না দেখতে পেয়ে পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করে।
আরও পড়ুনঃ সামশেরগঞ্জে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার
কিছুক্ষণ পরে বাড়ির পাশের পুকুরের জল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে নশিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। মৃত শিশুর বাবা রুবেল সেখ বলেন, স্ত্রী বাড়ির কাজে ব্যস্ত ছিল। সেই সময়ে সবার অলক্ষ্যে শিশুটি বাড়ির পাশের পুকুরে চলে যায়। এই মর্মান্তিক ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584