মোহনা বিশ্বাস, কলকাতাঃ
করোনা ভাইরাসের প্রভাবে ঘুম উড়েছে বিশ্ববাসীর। ভারতেও থাবা বসিয়েছে কোভিড-১৯। করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। গৃহবন্দি প্রায় প্রত্যেকটি মানুষ। অনাহারে ভুগছে বহু দেশবাসী। রবিবার ছিল নীলষষ্ঠী। এই নীলষষ্ঠীর দিন শিবের মন্দিরে পুজো হয় এবং সাথে থাকে পুজোর ভোগও।
যা খেয়ে আজকের দিনে পেট ভরাতো দুঃস্থরা। কিন্তু এখন লকডাউন চলছে। সব মন্দির এখন বন্ধ। যার কারণে পুজোও বন্ধ আর পুজো বন্ধ থাকলে ভোগও হবে না। তাই দুঃস্থদের কথা ভেবে নীলষষ্ঠীর দিনে রান্না করলেন কালিঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিট সেবক সংঘের সদস্যরা।
এদিন রাতে দুঃস্থদের হাতে খাবার তুলে দিলেন তাঁরা। এই ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ দাস বলেন, রবিবার থেকেই দুঃস্থদের খাবার দেওয়ার কর্মসূচী শুরু করেছেন তাঁরা। যতদিন লকডাউন চলবে অর্থাৎ ৩০ এপ্রিল পর্যন্ত এরকম আরও কিছু কর্মসূচী গ্রহণ করার কথাও ভেবেছে হরিশ চ্যাটার্জি স্ট্রিট সেবক সংঘ ক্লাবের সদস্যরা।
আরও পড়ুনঃ লকডাউনে বয়স্কদের বাড়িতে চিকিৎসা পরিষেবা-ওষুধ দিতে শহর জুড়ে দৌড় ‘হসপিটাল অন হুইলস’-এর
করোনা ভাইরাসের কারণে অনাহারে রয়েছে বহু মানুষ। দেশের এই দুর্দশা কবে কাটবে? কবে নিশ্চিন্তে ঘুমোতে পারবে বিশ্ববাসী? কবে হাসি ফুটবে ঘরবন্দিদের মুখে? এইসব অজানা প্রশ্নের জট কাটতে কতদিন সময় লাগবে তা কারোর জানা নেই। এখন শুধু সময়ের অপেক্ষা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584