অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
ভারতীয় ক্রিকেটে স্বার্থের সংঘাত ইস্যু বহু পরিচিত। এবার স্বার্থের সংঘাতের অভিযোগ উঠল বিসিসিআইয়ের সহ-সভাপতি তথা কংগ্রেস নেতা রাজীব শুক্লার বিরুদ্ধে।
অভিযোগ দাখিল করেছেন মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার প্রাক্তন সদস্য সঞ্জীব গুপ্তা। অতীতে বিরাট কোহলি, সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, ভি ভি এস লক্ষ্মণ প্রত্যেকের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ করেছিলেন।
আরও পড়ুনঃ গাভাসকার যা ইচ্ছে বলুক ওকে পাত্তা দিই না, বলছেন পেইন
সাধারণত বোর্ডের নিয়ম অনুযায়ী একের বেশি পদ অধিকার করে বসে থাকলে স্বার্থের সংঘাতের অভিযোগ ওঠে। কিন্তু রাজীবের বিরুদ্ধে অভিযোগ যদিও জানা যায় নি। বোর্ডের এথিক্স অফিসার নোটিস পাঠিয়েছেন রাজীবকে। আগামী দু’ সপ্তাহের মধ্যে যার জবাব দিতে হবে।
আরও পড়ুনঃ আইসিসি’র সমীক্ষায় বিরাটকে টক্কর দিলেন ইমরান
একইসঙ্গে নোটিস পাঠানো হয়েছে ভারতীয় বোর্ডকেও। দীর্ঘদিন ধরে ভারতীয় বোর্ডে জড়িয়ে রাজীব। এই কংগ্রেস নেতার সময়ের অনেক বোর্ড কর্তা নেই বর্তমান সময়ে।এখন দেখার রাজীবের কি হয়!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584