শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
শর্ট সার্কিটের কারণে আগুন লেগে পুড়ে ছাই একটি দোকান। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের ট্যাঙ্ক মোড়ে বালুরঘাট – শিলিগুড়ি ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে। যদিও প্রবল বৃষ্টির মধ্যে দমকল কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। তবে আগুন আয়ত্তে আনার আগেই দোকানটি পুড়ে যায়। দমকল কর্মীরা ঠিক সময়ে এসে যাওয়ায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি। যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কম।
জানা গেছে, প্রত্যেক দিনের মত ওই স্টেশনারী ও পান বিড়ির দোকানদার তার দোকান বন্ধ করে বাড়িতে খেতে যান। আজও তেমন দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলেন। বেশ কিছুক্ষণ পর আচমকাই ওই বন্ধ দোকান থেকে আগুন সহ ধোঁয়া বেড়তে দেখেন আশপাশের দোকানদাররা।
আরও পড়ুনঃ পুর এলাকার সমস্যা নিয়ে মেদিনীপুরে বিক্ষোভ প্রদর্শন সিপিএমের
এরপরেই তারা আগুন নেভানোর কাজে হাত লাগানোর পাশাপাশি খবর দেয় দমকলকে। বৃষ্টির মধ্যে দমকল আসার আগে দোকানে থাকা বেশ কিছু বাজি ফেটে আগুন গ্রাস করে নেয় দোকানটিকে।দমকল এসে কোনরকমে আগুন নিয়ন্ত্রনে আনলেও পুড়ে যায় দোকানটি। ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন ওই দোকানটির মালিক। তিনি কান্নায় ভেঙে পড়েন। স্থানীয়রা তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। এমনিতেই লকডাউনের জন্য বেশ কিছুদিন দোকান বন্ধ ছিল। যদিও বা দোকান খুলল তাও পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়লেন ওই ক্ষুদ্র ব্যবসায়ী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584