আশারুল হক, শিবডাঙ্গা, বাঁকুড়া:
আজ রবিবার দুপুরে বাঁকুড়া সিমলাপাল রোডে শিবডাঙ্গা মোড়ের কাছে এক ভয়াবহ পথ দূর্ঘটনায় মৃত্যু হল চার জনের।বাঁকুড়া জেলার এ.ডি.এম(জেলা পরিষদ ) শ্রী এন.কে.বর্মন এর স্করপিও গাড়ীর সাথে যাত্রী বোঝায় একটি বেসরকারী বাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলে স্করপিওর চালক ও তিন জন বাস যাত্রীর মৃত্যু হয়।

বাসের ২৩ জন যাত্রী অল্প বিস্তর আাঘাত পাওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। এ.ডি.এম (জিলা পরিষদ) শ্রী এন.কে.বর্মন ও তার নিরাপত্তারক্ষী আশঙ্কাজনক অবস্থায় বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।ঘটনার পর তালডাংরা থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে হাত লাগান।

স্থানীয় সূত্রে জানা গেছে যাত্রী বোঝায় একটি বেসরকারী বাসটি ওভারটেক করার সময় উল্টো দিক থেকে প্রচন্ড গতিতে এ.ডি.এম(জেলা পরিষদ ) শ্রী এন.কে.বর্মন এর স্করপিও গাড়িটি সামনে চলে আসে ঠিক তখনই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে স্করপিও গাড়িটিতে ধাক্কা মারে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584