দিল্লিতে পে-কাটের জেরে পরিচারকের হাতে খুন ডেয়ারী ব্যবসায়ী

0
27

ওয়েব ডেস্ক, দিল্লিঃ

পে-কাটের জেরেই পরিচারকের হাতে খুন হতে হল দিল্লির নজফগড়ের এক ডেয়ারি ব্যবসায়ীকে। গত ১১ অগাস্ট থেকে তিনি নিরুদ্দেশ ছিলেন, পুলিশ সূত্রে এমনটাই খবর।

Murder | newsfront.co
প্রতীকী চিত্র

গতকাল সোমবারই পুলিশের কাছে খবর যায় যে, ওমপ্রকাশ নামক ৪৫ বছর বয়সী ওই ডেয়ারি ব্যবসায়ী নিরুদ্দেশ নন, খুনই হয়েছেন। এবং তাঁকে খুন করেছে তাঁরই বাড়ির পরিচারক বছর ২১-এর তসলিম। এরপর তাকে গ্রেফতার করে পুলিশ। তসলিম উত্তরপ্রদেশের বাসিন্দা।

জানা গিয়েছে, করোনা আবহ এবং লকডাউনে ব্যবসার মন্দাবস্থা চলছিল। আর সেই কারণেই বাধ্য হয়ে তার বেতন কাঁটছাঁট করার কথা জানান ওমপ্রকাশ। তাতেই ক্ষোভ উগড়ে দেয় পরিচারক। এরপর ওই ব্যবসায়ীর সঙ্গে তর্ক-বিতর্ক জুড়ে দেয় তসলিম। বিবাদ চরমে পৌঁছলে হাতাহাতি ধস্তাধস্তিও হয়। আর তারপরই খুন।

আরও পড়ুনঃ পুলওয়ামা হত্যাকান্ডে চার্জশিট দাখিল করল এনআইএ

পুলিশ সূত্রে খবর, গত ১২ অগাস্ট ওমপ্রকাশবাবুর নিরুদ্দেশের অভিযোগ দায়ের হয়। এরপর কয়েকদিন বাদে বাড়ির কাছের একটি কুয়ো থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয়রা থানায় ওই কুয়ো থেকে দুর্গন্ধ বের হওয়ার খবর জানাতেই পুলিশ এসে ব্যবসায়ীর পচা-গলা মৃতদেহটি উদ্ধার করে। এরপর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

আরও পড়ুনঃ নথি জটে ফের আটকে গেল ডাঃ কাফিল খানের শুনানি

মৃতের মোবাইল ও বাইক খোয়া গিয়েছে বলে জানা যায়। তদন্তে নেমে তসলিমের নিরুদ্দেশ হয়ে যাওয়ার কথাও জানতে পারে পুলিশ। এরপর উত্তরপ্রদেশে গিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। তসলিমের কাছ থেকে একটি ছুরিও উদ্ধার করে পুলিশ। জেরায় নিজের দোষ স্বীকার করে তসলিম জানায়, তার বেতন ১৫ হাজার টাকা। কিন্তু ব্যবসার মন্দার কারণ দেখিয়ে তাকে কম বেতন নেওয়ার কথা বলা হয়। এ নিয়ে বিবাদ বাধে।

এরপর ১০ অগাস্ট ওমপ্রকাশবাবু ঘুমানোর পর একটি লাঠি দিয়ে তাঁর মাথার সজোরে আঘাত করে এবং তাঁর গলায় ছুরি চালিয়ে দেয় তসলিম। ওমপ্রকাশবাবু যে মারা গিয়েছে তা নিশ্চিত হওয়ার পর তাঁর মৃতদেহ একটি বস্তায় ভরে কুয়োয় ফেলে দেয় সে। এরপর ব্যবসার কাজে বাইরে যাচ্ছে, বাড়ির সদস্যদের এই কথা বলে পালিয়ে যায় তসলিম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here