খাবারে হাত দেওয়ার ‘অপরাধে’ মধ্যপ্রদেশে দলিত যুবককে পিটিয়ে খুন

0
82

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

এক দলিত যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল মধ্যপ্রদেশে। ‘অপরাধ’ একটাই। খাবারে হাত দিয়েছিল ওই যুবক। শুধুমাত্র খাবার ‘ছোঁয়ার’ কারণে ২৫ বছর বয়সী ওই যুবককে পিটিয়ে খুন করল তাঁরই দুই পরিচিত। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ছাতারপুর জেলায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই দু’জনের নামে এফআইআর দায়ের করেছে পুলিশ।

beaten | newsfront.co
প্রতীকী চিত্র

ছাতারপুর পুলিশ সূত্রে খবর, গত ৭ ডিসেম্বর রাতে পার্টি করার জন্য দেবরাজ অনুরাগিকে নিমন্ত্রণ করা হয়। অনুরাগির ভাই রামনরেশ জানান, কিশানপুর গ্রামের কাছে একটি জঙ্গলে সন্তোষ পালের সঙ্গে যেতে অনিচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। সেখানে অনুরাগির আরেক পরিচিত ব্যক্তি ভুরা সোনিও ছিলেন।

আরও পড়ুনঃ ফালাকাটায় ট্রাক -টোটোর সংঘর্ষ,আহত ২

ছাতারপুর পুলিশ সুপার সচিন শর্মা জানিয়েছেন, ‘তিনজনই বন্ধু ছিলেন, একে অপরকে জানতেন এবং তাঁরা মদ্যপ ছিলেন। প্রথমে খাবার নিয়ে বচসা শুরু হয়। তারপরই দু’জন অনুরাগির উপর চড়াও হন’। জখম অবস্থায় বাড়ি ফেরেন অনুরাগি।

সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক মিনিট পর সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। জ্ঞান হারানোর আগে পরিবারের সদস্যদের অনুরাগি বলেন, সোনি ও পাল তাঁকে মারধর করেছেন। এরপরই অনুরাগির পরিবার ওই দু’জনের নামে থানায় এফআইআর দায়ের করে। ইতিমধ্যেই অভিযুক্ত ২ ব্যক্তির খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here