নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দিঘা মোহনার পৃথ্বীরাজ পড়্যার মা মহামায়া ট্রলারটি গভীর সমুদ্রে চারদিন মাছ ধরে গতকাল মঙ্গলবার রাতে ফিরে আসার সময় দিঘা মোহনার কাছে থাকা গ্রোয়িং বাঁধের কাছে সজোরে ধাক্কা দিয়ে পাশে থাকা সিগন্যাল টাওয়ারের কাছে ভেঙে উল্টে যায়।
ট্রলারে থাকা ৯ মৎস্যজীবীদের মধ্যে ৮ জন পাড়ে সাঁতার কেটে উঠে আসেন কিন্তু ট্রলারের মাঝি খেজুরি থানার বজবজিয়া গ্রামের বাসিন্দা গৌরহরি ঋষি( ৫২)নিখোঁজ হন ।
বহু রাত পর্যন্ত তল্লাশি চালিয়েও কোনো খোঁজ পাওয়া যায়নি, বুধবার সকালে শঙ্করপুর মৎস্য বন্দর লাগোয়া খালের ধারে মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে মন্দারমনি থানার পুলিশ।
আরও পড়ুনঃ পটাশপুরে পুলিশ লকআপে মৃত্যু ঘিরে চাঞ্চল্য
তবে ডুবে যাওয়া ট্রলার টি এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয় নি। স্থানীয় মৎস্যজীবীরা ক্ষোভের মুখে জানান দীর্ঘদিন ধরে ড্রেজিং না হওয়ার জন্য বারবার এমন দুর্ঘটনা ঘটছে। ঘটনায় যথেষ্ট শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584