মনিরুল হক, কোচবিহারঃ
নিজের ঘর থেকে উদ্ধার হল এক যুবকের গলাকাটা দেহ। ঘটনাটি ঘটেছে দিনহাটা ২ নং ব্লকের নাজিরহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুমারগঞ্জ এলাকায়। মৃত ওই যুবকের নাম মোস্ত মিয়াঁ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সাহেবগঞ্জ থানার পুলিশ। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে, মোস্ত মিয়াঁ ছোট থেকে মানসিক ভারসাম্যহীন। তারা বাবা মা মারা যাওয়ার পর এলাকার মানুষ তাকে খুব ভালবাসতেন। গত ৩ দিন আগে তার স্ত্রী বাপের বাড়িতে যায়। বাড়িতে সে একা ছিল সে। এদিন সকালে নিজের শোবার ঘরে গলা কাটা অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। স্থানীয়দের অনুমান, মানসিক ভারসাম্যহীন হওয়ায় নিজে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ ফারাক্কায় গাড়ি দুর্ঘটনায় মৃত ১, আহত ২
স্থানীয় সুত্রে জানা যায়, মোস্তর মিয়াঁর স্ত্রী গত ২-৩ দিন আগে তার বাবার বাড়িতে গিয়েছে। কিন্তু মোস্ত তার স্ত্রীর সাথে যায় নি। তাদের পারিবারিক অবস্থা ভাল না। সে এলাকায় কাজ-কর্ম করে সংসার চালায়। স্থানীয় এক কৃষকের পাট কাটার কাজ করার কথা ছিল মোস্তর।
ওই ব্যক্তি শনিবার সকালে মোস্তকে ডাকতে আসেন। ডাকাডাকি করে সাড়া না পেয়ে বাড়ির পাশের মোস্তর এক দূরসম্পর্কের দাদাকে বিষয়টা জানান। পরে তারা ডাকাডাকি করে দেখেন, ঘরের ভিতরে বিছানায় সে গলা কাটা অবস্থায় পড়ে রয়েছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
পুলিশ সুত্রে জানা গেছে, নাজিরহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুমারগঞ্জ এলাকায় মোস্ত মিয়াঁ নামে এক যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584