নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দুই ব্লকের অন্তর্গত গোয়ালতোড় থানার এক নম্বর গোয়ালতোড় অঞ্চলের পূর্ব মাইলিসায় এলাকায় একটি পুকুরের ধারে পূর্ণবয়স্ক একটি হরিণকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। যার ফলে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এলাকাবাসীর নজরে আসে মৃত হরিণের লেজের কাছে ক্ষত রয়েছে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি বন দফতরকে জানান। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা এসে মৃত হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায়।
আরও পড়ুনঃ বিষ্ণুপুরে তালা ভেঙে স্কুলে চুরি
বন দফতরের পক্ষ থেকে জানানো হয় যে, মৃত হরিণটির দেহের ময়না তদন্তের পর জানা যাবে কি কারণে তার মৃত্যু হয়েছে। ওই এলাকায় প্রচুর হরিণ রয়েছে। প্রায় মাঠে গিয়ে হরিণের দল ফসলের ক্ষতি করে। তা সত্ত্বেও হরিণকে ওই এলাকার মানুষ খুব ভালবাসে। তাই ওই পূর্ণ বয়স্ক হরিণের মৃত্যুতে ওই এলাকার বাসিন্দারা হতাশ হয়ে পড়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584