ছেলের দুটো কিডনি নষ্ট, মৃত্যুমুখি ছেলেকে বাঁচানোর সংগ্রাম মায়ের

0
49

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

বছর ২৭ এর তরতাজা যুবক দেবাশীষ জানা। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার নারান্দা গ্রামে নিজের বাড়িতে মা ও স্ত্রীকে নিয়েই সংসার। বর্তমানে তিনি কিডনি সমস্যায় আক্রান্ত। পরিবার বলতে এই তিনজনই, বাবা গুরুপদ জানা বছরখানেক আগেই মারা গিয়েছেন, বোনেরও বিয়ে দিয়েছেন, তারপর নিজেও বিয়ে করেন দেবাশীষ। সংসার চালাতে ফুলের ডেকোরেশনের কাজে ব্যাঙ্গালোরে থাকত সে। সেই উপার্জনে ঘরবাড়িও করে সে।

family | newsfront.co
মা, স্ত্রী-র সাথে দেবাশীষ জানা। নিজস্ব চিত্র

সুখের সংসার যেন খুশিতে ভরে উঠেছিল, কিন্তু বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই বাধ সাধল মারণ রোগ। লকডাউন ঘোষণা হতেই ব্যাঙ্গালোরে ফুলের কাজ ফেলে রেখে নিজের বাড়ি চলে আসে দেবাশীষ। বাড়ি ফিরে কোয়ারেন্টাইনে থাকার পর স্বাভাবিক জীবনযাপন কাটাতেই শরীরে অস্বস্তিবোধ করতে থাকে, স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা করালে তার জন্ডিস ধরা পড়ে।

Biswajit Bhowmik | newsfront.co
বিশ্বজিৎ ভৌমিক, ক্লাবের সদস্য। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ করোনা পজিটিভ ব্যক্তিদের কোভিড হাসপাতালে ভর্তি না করায় ক্ষোভ এলাকায়

কিন্তু দিন দিন শরীর দুর্বল হতে থাকলে, কলকাতার এক হাসপাতালে রক্ত পরীক্ষা করালে তাতেই ধরা পড়ে তার দুটো কিডনি অকেজো, সাথে কথা বলার ক্ষমতাও হারিয়েছে দেবাশীষ। বাড়ির একমাত্র রোজগেরে ছেলের এমন অসুখ জানতে পেরে পরিবার প্রায় বাকরুদ্ধ। ছেলের এমন পরিস্থিতি জেনে মা জ্যোৎস্না জানা মনস্থির করেন নিজের একটা কিডনি দিয়ে ছেলেকে সুস্থ করে তুলবেন। কিন্তু মোটা অংকের অর্থের প্রয়োজন, খাটাখাটনি করে সংসার প্রতিপালন করেন মা, তার ওপর ছেলে বিপদে, অর্থ সংকটে সমস্যার সম্মুখীন গোটা পরিবার।

আরও পড়ুনঃ ফিশিং নিয়ে জটিলতা কাটল ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মৎস্য বন্দর পেটুয়াঘাটের

ছেলের রোজগারে চলত ছোট্ট সুখের সংসার। কিন্তু অল্প বয়সেই আগামীর সাজানো সুখের স্বপ্ন যেন ছিন্নভিন্ন করে দিল যন্ত্রণা দায়ক মারণ অসুখ। প্রতিমাসে ডায়ালাইসিস করতে বিপুল টাকা খরচ হয়। আজ প্রায় শূন্য ভাণ্ডার। তবু প্রায় ৫৭ ছুঁই ছুঁই মা জ্যোৎস্না জানা নিজের ছেলেকে বাঁচাতে নিজের শরীরের কিডনি দান করতে পিছু হটেননি। বরং এগিয়ে এলেন নিজের সন্তানকে বাঁচাতে। অসহায় মা সহ গোটা পরিবার ও প্রতিবেশিরা চাইছেন দেবাশীষকে সুস্থ করতে।

সেজন্যই স্থানীয় ক্লাবের উদ্যোগে প্রায় একলাখের কাছাকাছি অর্থ দিনরাত সংগ্রামের সাথে জোগাড় করে চলেছেন ক্লাবের সদস্যরা। তাদের বিশ্বাস, তাদের ক্লাবের একনিষ্ঠ সদস্য দেবাশীষ সুস্থ হবেই। ক্লাবের লোকজন মিলেই দেবাশীষকে ডায়ালাইসিসের জন্য তমলুক নিয়ে যান। কিন্তু লকডাউন বাধসাধছে দেবাশীষকে সুস্থ করতে। কিডনি দিতে চেয়েও কিভাবে দেবেন তার কোন কুলকিনারা পাচ্ছেন না অসহায় মা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here