প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু সহ নতুন প্রজন্মকে সুষ্ঠভাবে পৃথিবীর আলো দেখানোর উদ্দেশ্যে সংকটময় পরিস্থিতিতে স্বাস্থ্যদফতরের আবেদনে শুক্রবার রায়গঞ্জ মুক্তিরকাণ্ডারী নামে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রায়গঞ্জ ব্লাড ব্যাঙ্কে একটি স্বেচ্ছা রক্তদান শিবির করা হয়। অত্যন্ত সতর্কতার সাথে গাড়িতে করে সকল রক্তদাতাদের এনে রক্তদানের পর তাদের বাড়ি পৌঁছে দেওয়া হয়।
স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষে সম্পাদক কৌশিক ভট্টাচার্য বলেন, “যুবসমাজ চাইলে সব পারে। আর তাই আজ এই যুবসমাজ ব্লাড ব্যাঙ্ক রক্তপূর্ণ রাখতে এগিয়ে এসেছে। আজকের শিবিরের সকল রক্তদাতাদের রায়গঞ্জ মুক্তির কাণ্ডারীর পক্ষ থেকে অভিনন্দন জানাই।
আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় দশ লক্ষের অনুদান বিধায়কের
সবসময়ই এভাবেই আমাদের পাশে থাকবেন তারা। সকল স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে আবেদন ব্লাড ব্যাঙ্ক রক্তপূর্ণ রাখতে সকলে এগিয়ে এসে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করুন।” তিনি বলেন, আগামী দিনগুলিতে আমাদের আরও শিবির করা হবে। এজন্য সকলের এগিয়ে আসতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584