শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
লকডাউনের মধ্যেও আগুন লাগার ঘটনা অব্যাহত রাজ্যে। এবার আবারও আগুনের কবলে পড়ল একটি ইলেকট্রিকের দোকান। শুক্রবার ঘটনাটি ঘটেছে বংশীহারী ব্লকের অন্তর্গত তিন নম্বর এলাহাবাদ পঞ্চায়েত অধীনস্থ এলাকায়।
জানা যায়, এদিন বংশীহারীতে একটি ইলেকট্রিকের দোকানের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা। দেখা মাত্রই তারা খবর দেন দোকানের মালিককে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন দোকানের মালিক গোলাম ইয়েসধানি।
এর পাশাপাশি দোকানের ভেতর ইলেকট্রিকের নানা দাহ্য পদার্থ থাকার ফলে, ক্ষনিকের মধ্যেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে সেটিকে। তাই দ্রুততার সাথে দোকানের আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়ে স্থানীয় বেশ কিছু যুবক। তবে তাদের মধ্যে এক যুবক আগুন নেভাতে এসে গুরুতর আহত হয়। তবে আগুনের গ্রাসে প্রায় চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিক গোলামবাবু। এর পাশাপাশি আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বংশীহারী থানার পুলিশ।
আরও পড়ুনঃ ভিন রাজ্যে কাজে গিয়ে মানসিক অবসাদে মৃত্যু মুর্শিদাবাদের শ্রমিকের
যদিও এ বিষয়ে দোকান মালিক জানান,”শর্ট সার্কিট থেকেই সকালে আমার দোকানে আগুন লেগে যায়।আর আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করায়, গুরুতর আহত হয় আমার কর্মচারী ইমরান আলী। এই লকডাউনের সময় এমনিতেই ব্যবসা বন্ধ, আবার তার উপর আগুন লাগার ঘটনায় আমরা শোকাহত। তবে সরকারি সাহায্য পেলে উপকৃত হতাম”।এর পাশাপাশি কিভাবে আগুন লাগলো তার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584