এশিয়ান হাইওয়ের উপর লরির ধাক্কায় মৃত্যু গজরাজের

0
60

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

লরির ধাক্কায় মৃত্যু হল হাতির। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে দশ টা নাগাদ মাদারিহাট জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া এশিয়ান হাইওয়ের উপর। জানা গিয়েছে, জলদাপাড়া জঙ্গল থেকে বেড়িয়ে সড়ক পার হবার সময় দ্রুত গতিতে আসা শিলিগুড়িগামী একটি লরির সাথে হাতিটির ধাক্কা লাগে।

elephant | newsfront.co
নিজস্ব চিত্র

লরিটির দ্রুত গতি থাকার ফলে হাতিটি বেশ কিছু দূরে ছিটকে পড়ে যায়। মাদারিহাট করাতকল সংলগ্ন এলাকার বাসিন্দারা রাতে বিকট শব্দ শুনতে পেয়ে বাইরে বেড়িয়ে দেখেন হাতিটি যন্ত্রনায় ছটফট করছে। তারা বন দফতরকে খবর দিলে বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।

আরও পড়ুনঃ দাসপুরে গহনার দোকানে চুরি ঘিরে চাঞ্চল্য

বন দফতরের পক্ষ থেকে হাতিটিকে বাঁচানোর আপ্রাণ চেষ্ঠা চালানো হয় কিন্তু বন দফতরের সব চেষ্ঠা ব্যর্থ হয়ে যায়। অবশেষ মঙ্গলবার সকালে হাতিটির মৃত্যু হয়। জলদাপাড়া জাতীয় উদ্যানের সহকারী বন‍্যপ্রাণ সংরক্ষক দেবদর্শন রায় জানান, ” সড়কে গাড়ির ধাক্কায় একটি ১৫ বছরের হাতি আহত হয়।

কিন্তু চিকিৎসা করেও হাতিটিকে বাঁচানো যায়নি। মঙ্গলবার সকালে হাতিটির মৃত্যু হয়েছে। অপর দিকে ঘাতক লরিটি পালিয়ে গেলেও পরে গাড়িটি এবং গাড়ির চালক সহ দুই জনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here