লোকনাথ পুজোর ব্যয় সংকোচ করে, আর্তদের সেবা

0
63

নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ

গতকাল ছিল ১৯ জৈষ্ঠ। যুগাবতার ত্রিকালদর্শী শ্রী শ্রী লোকনাথের তিরোধান দিবস। এদিন বাংলার ঘরে ঘরে পূজিত হন তিনি। চলতি বছরে এই পুজোকে কেন্দ্র করে এক মহৎ উদ্যোগে শামিল হল কুদঘাট এলাকার সাহা বাড়ি। প্রতি বছরই বাবা লোকনাথের আরাধনায় এই দিনে ব্রতী হয় সাহা পরিবার।

relief distribution | newsfront.co
নিজস্ব চিত্র

এবার একটু অন্য পথে হাঁটার কথা ভাবা শুরু হয় সাম্প্রতিকালের জটিল অবস্থার কবলে পড়ে। স্বল্প পরিসরে পুজো সেরে এলাকার একশ জন দুঃস্থ পরিবারকে সাহায্য করল সাহা পরিবার। এই ভাবনার মূল কাণ্ডারি বাড়ির কর্তা জয়দেব সাহা।

relief distribution | newsfront.co
নিজস্ব চিত্র

তার এই যজ্ঞে শামিল হয়েছে গোটা পরিবার। একশটি পরিবারের হাতে এদিন চাল, ডাল, তেল সহ আরও কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী এবং কিছু টাকা তুলে দেওয়া হয় সাহা পরিবারের পক্ষ থেকে। বিকেল ৪ টে থেকে ৬ টা অবধি চলে এই কর্মযজ্ঞ।

আরও পড়ুনঃ নিদির্ষ্ট সময়ের আগেই পাখিদের ভিড় কুলিক পক্ষিনিবাসে

people | newsfront.co
নিজস্ব চিত্র

আগেই কুপন দিয়ে আসা হয়েছিল বাড়িতে বাড়িতে গিয়ে। কুপন সরবরাহ করতে পাশে এসে দাঁড়িয়েছিল এলাকার আনন্দপল্লী ক্লাব। শ্বশুরমশাইকে স্যালুট জানিয়ে পুত্রবধূ তানিয়া রায় সাহা জানান- “আগামী দিনেও সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াতে চায় আমাদের পরিবার। এর থেকে শান্তি অন্যকিছুতে নেই। বাইরের কোনও ফান্ডের সহায়তা নেই আমাদের এই উদ্যোগে। পুরোটাই নিজেদের সঞ্চিত অর্থ থেকে ব্যয় করা হয়েছে। মানুষ মানুষের পাশে দাঁড়ালে একদিন ঠিক আলোর মুখ দেখব আমরা।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here