নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
দীর্ঘ এক মাস ধরে গৃহবন্দি। প্রসঙ্গত গত একমাস ধরে বালুরঘাট পুরসভার অন্তর্গত পুরাতন ১৫ নম্বর ওয়ার্ডের নামাবঙ্গী এলাকায় বিশ্বজিৎ রায়ের পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটি পুকুরে ধসে যাওয়ার ফলে অন্যের জায়গার উপর দিয়ে তৈরি রাস্তায় যাতায়াতের মাধ্যম হয়ে দাঁড়ায়।

কিন্তু সেই রাস্তাও বন্ধ হয়ে যাওয়ার ফলে সেই পরিবার দীর্ঘ এক মাস ধরে গৃহবন্দি অবস্থায় পড়ে রয়েছে। বালুরঘাট পুরসভাকে এই বিষয়ে জানালেও তাদের কোনো সমাধান হয়নি। তার ফলস্বরূপ সেই পরিবার অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে দিয়ে জীবন যাপন করছে।

আরও পড়ুনঃ নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বালুরঘাট পুরসভার প্রশাসক হরিপদ সাহা জানান, “বিষয়টি কানে আস্তেই সেখানে লোক পাঠানো হয়েছে, রাস্তাটি পুরসভার না তাদের পার্সোনাল তা দেখতে।”
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584