নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
মহামারী করোনা ভাইরাসের মোকাবিলায় লকডাউন গত ২২ শে মার্চ থেকে দীর্ঘ ৪ মাসেরও বেশী হতে চলল৷ বিশ্বব্যাপী বিপর্যয়ের সাথে ছোটরাও একভাবে ঘরবন্দী। অতিমারির ছোবল থেকে বাঁচাতে অভিভাবকদের কঠোর নজরদারির মধ্যে চার দেওয়ালের ঘেরাটোপেই কাটছে তাদের দিনরাত্রি।
বাড়ির বড়রা বিভিন্ন প্রয়োজনে,অপ্রয়োজনে বাড়ির বাইরে বের হলেও কচিকাচাদের সে ছাড়পত্র মেলেনি।
তাদের সেই নিত্য স্কুলে যাওয়া , বন্ধু বান্ধব, দৌড়ঝাঁপ, খেলার মাঠ , নাচের স্কুল, গানের স্কুল, ড্রইং মাস্টার, আম জাম কুড়ানো সবকিছু শিকেয় উঠেছে। কিছু ক্ষেত্রে অনেক শিশু,কিশোর এই দীর্ঘ সময় ঘরবন্দী দশায় মানসিক অবসাদের শিকার হয়ে পড়ছে।
করোনা আবহে এইরূপ দুঃস্থ পরিবারের শিশু কিশোরদের পাশে দাঁড়াল রাধামনি বিবেকানন্দ শিশু কালচারাল অ্যাসোসিয়েশন ও কোলাঘাটের স্বেচ্ছাসেবী সংস্থা সংকেত ক্লাব। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের চারটি গ্রামের দুঃস্থ শিশুদের পাড়ায় পাড়ায় ঘরে ঘরে পৌঁছে গেল চার্লি চ্যাপলিন, সান্তাক্লজ সহ ভাইরাস মডেল ও ভূত-প্রেতের দল।
আরও পড়ুনঃ শ্রাবণ মাসের সোমবারে শিবের আরাধনায় ব্রতী প্রাক্তন মন্ত্রী
তাদের নাচ-গান হৈ হুল্লোড় আর অঙ্গভঙ্গি দেখে ছোটরা হেসে লুটোপুটি। এরপর প্রত্যেকটি ছোটদের হাতে হাতে উপহার স্বরূপ তুলে দেওয়া হল চকোলেট,কেক,ফ্রুটি,সুজি,ম্যাগি,সিমুই,চাউমিন, বিস্কুট ইত্যাদি ড্রাইফুড। কোলাগ্রামের তৃতীয় শ্রেণীর অয়ন খাঁড়া থেকে বাড়িশা হরিজন বস্তির ক্লাস ৪ এ পড়া সানু মাদরাজি থালা ভর্তি উপহার পেয়ে তো বেজায় খুশি।
আয়োজক সংস্থার সভাপতি অভিজিত সামন্ত জানান , দীর্ঘ লকডাউনে একভাবে ঘরবন্দী শিশুদের আনন্দ দিতে, এক ঘেয়েমিতা দূর করতেই এই আয়োজন। আজ থেকে শুরু হল, চারটি গ্রামের ১০০টি দুঃস্থ পরিবারের শিশুদের হতে এই উপহার তুলে দেওয়া উদ্যোগ ৷ আগামী ৩ দিন ধরে চলবে এই কাজ ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584