নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
জমি থেকে প্রায় আড়াইশো কেজি পাকা টমেটো সংগ্রহ করার পর হঠাৎই তার মনে হয়েছিল, অনেকেই যখনই এই সংকটের মুহূর্তে চাল, আলু সয়াবিন এসব দিচ্ছেন দুঃস্থদের, তখন তিনিও তো কিছু দিতে পারেন। যেমন মনে হওয়া তেমন কাজ করলেন তিনি।
নিজের ক্ষেতের ফসল তুলে তা বাজারে না নিয়ে গিয়ে সাধারণ মানুষের মধ্যে বন্টন করে দিলেন এক কৃষক। করোনা ভাইরাসের জন্য লকডাউনের জেরে প্রচুর মানুষ এখন সমস্যার মধ্যে।
আরও পড়ুনঃ শুধু সেবা নয়, অর্থও দান আশাকর্মীর
অনেকেই সাধ এবং সাধ্যমত আর্থিকভাবে কিংবা অন্য কোনো রকম উপায়ে দুঃস্থদের পাশে গিয়ে যখন দাঁড়াচ্ছেন, তখন ইসলামপুর মিলনপল্লি লাগোয়া ঠাকুরপাড়া এলাকার জ্ঞানী দাস নামে এক কৃষক সমস্ত ফসল গুলোই বিলিয়ে দিলেন। এমনই এক ব্যতিক্রমী ঘটনাকে কেন্দ্র করে এলাকায় জোর আলোচনা শুরু হয়েছে। ওই কৃষক মনে করছেন, একাজে তিনি যে আত্মতৃপ্তি পেয়েছেন, ফসল বাজারে বিক্রি করে যা কোনোদিনই পাওয়া যেত না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584