নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
দলছুট তিনটি হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হল ফালাকাটা ব্লকের দক্ষিণ খয়েরবাড়ি জঙ্গল লাগোয়া এলাকার এক কৃষক। মঙ্গলবার রাতে দক্ষিণ খয়েরবাড়ির জঙ্গল থেকে হাতির দল বেরিয়ে ঢুকে পড়ে দক্ষিণ দেওগাঁও গ্রামে।
সেখানেই চলে তাণ্ডব। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জঙ্গলের গার্ডওয়াল ভেঙে ওই গ্রামে ঢোকে হাতির দলটি। পরে আলু জমিতেও নামে তিনটি হাতি। একবিঘা জমির আলু নিমিষে সাবার করে দিয়ে জঙ্গলে ঢুকে পড়ে হাতির দলটি।
আরও পড়ুনঃ পাচারের আগেই সাগরপাড়া বিওপি সীমান্ত থেকে মোষ উদ্ধার
ক্ষতিগ্রস্ত কৃষকের দাদা কার্তিক দাস জানান, “ভাই এক বিঘা জমিতে ঋণ করে আলু চাষ করেছিল। কিন্তু গতকাল রাতে আচমকা হাতি হানা দিয়ে জমি পুরো সাফ করে দিয়ে চলে গেছে।
এখন কি ভাবে চলবে, কি করবে,কি খাবে বুঝতে পারছি না।” বনদফতর সূত্রে খবর,ক্ষতিগ্রস্তরা আবেদন করলে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584