ওয়েড়ডেস্ক, নিউজ ফ্রন্ট:
দেশব্যাপী করোনা ভাইরাস মহামারী রূপ নেওয়ার পর প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী দেশব্যাপী ২১ দিনের লকডাউন ঘোষণা করেন।
কিন্তু বিরোধীদের দাবি পরিকল্পনাহীন লকডাউনের ফলে দেশব্যাপী সামাজিক অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে, ভুগছে গরিবেরা ।সবচেয়ে দুরবস্থার চিত্র ফুটে উঠেছে পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে, কৃষকদের অবস্থাও ধীরে ধীরে করুন হতে শুরু করেছে। কর্নাটকের বিদার জেলার এক কৃষক তার জমির তরমুজ বিক্রি না করতে পেরে আত্মহত্যা করেছে বলে খবর।
#NewsAlert: A farmer has committed suicide in a village in Karnataka's Bidar as watermelons which he grew in his farm have no buyers.
— Bangalore Mirror (@BangaloreMirror) March 31, 2020
সংবাদ সংস্থা ব্যাঙ্গালোর মিরর সূত্রে জানা গেছে ঐ কৃষক তার জমিতে ফলা তরমুজের বিক্রেতা না পেয়ে হতাশায় আত্মহত্যা করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584