নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুরঃ
দিন পনেরো আগে কোন উপসর্গ ছাড়াই আচমকা মৃত্যু হয়েছে মেয়ের। আজ ছিল মেয়ের জন্মদিন। অন্যান্য বার এই বিশেষ দিনটি তারা বেশ আনন্দের সঙ্গে পরিবার নিয়ে কাটাতেন। কিন্তু এবার দু চোখে জল নিয়ে সদ্য প্রয়াত মেয়ে বন্দনা বিশ্বাসের ২৫ তম জন্মদিন পালন করলেন বাবা, একটু অন্যরকমভাবে।
এই প্রত্যন্ত এলাকায়, যেখানে এই করোনার আবহে অনেক মানুষই সার্বিক স্বাস্থ্যবিধি পালন করতে পারছেন না, মেয়ের জন্মদিনে ইসলামপুর আশ্রমপাড়া সংলগ্ন রায়পাড়া এলাকায় পৌঁছান বাবা বাদল বিশ্বাস। মেয়ের ছবি বুকে জাপ্টে ধরে তিনি সঙ্গে নিয়ে এলেন স্যানিটাইজার। সামাজিক কাজ পছন্দ করতেন তাঁর মেয়ে। তাই মেয়ের অনুভবকে গুরুত্ব দিতেই এদিন ওই এলাকার প্রায় দেড়শো মানুষের মধ্যে স্যানিটাইজার বিলি করলেন তিনি এবং চোখের জলে মেয়ের জন্মদিনে এভাবেই স্মৃতি আঁকড়ে ধরে থাকলেন বাদলবাবু।
আরও পড়ুনঃ নির্দিষ্ট কিছু রুটে আন্তর্জাতিক বিমান চলাচল চালু হল আজ থেকে
উল্লেখ্য গত পয়লা জুলাই আচমকা মৃত্যু হয় বন্দনা বিশ্বাসের। ইসলামপুরের একটি ওষুধের দোকানের কর্মী ছিলেন বন্দনা বিশ্বাস। এই সময় স্যানিটাইজারের গুরুত্ব অপরিসীম। মেয়ের স্মৃতিতে তাই তিনি তা বিলি করলেন এলাকার বাসিন্দাদের মধ্যে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584