নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ
বিদ্যুতের তার থেকে মােবাইল টাওয়ারের ব্যাটারি চুরির একটি গ্যাঙকে হাতেনাতে পাকড়াও করল বীরভূম জেলার পাইকর থানার পুলিশ । তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে পিতলের তার সহ একাধিক ইলেকট্রনিক্স ডিভাইস।
উল্লেখ্য, দিনের পর দিন বীরভূম জেলার মুরারয় ব্লকের পাইকর থানা এলাকা থেকে বৈদ্যুতিক ও বৈদ্যুতিন সামগ্রী চুরি হচ্ছিল। পুলিশের কাছে অভিযােগও জমা পড়ছিল বিস্তর। স্থানীয় এক তেল মিলের মালিক নাজিবুদ্দিনের তামার মিলের ভিতর থেকে কম্পিউটর-সহ একাধিক ডিভাইস চুরি হয়। সেই চুরির তদন্তে নেমে পুলিশ ধরে শাহিবুলকে।
আরও পড়ুনঃ দলীয় কর্মীর মৃত্য বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, নেতাদের একাংশকে বিঁধলেন বাগদার বিজেপি বিধায়ক
পুলিশ সূত্রে জানা গিয়েছে , প্রথমে পাইকর থানার লম্বাপাড়া গ্রাম থেকে শাহিবুল শেখকে গ্রেফতার করা হয় । জিজ্ঞাসাবাদের পর তার আর দুই সঙ্গীর খোঁজ পাওয়া যায়। তারা পাইকর গ্রামের আনারুল শেখ ও কাজু শেখ । উদ্ধার হয় ১৭ কিলাে ৯৫০ গ্রাম ট্রান্সফরমারে ব্যবহৃত তামার যন্ত্রাংশ ও তামার তার , দুটি চুরি যাওয়া মােবাইল ফোন , একটি ল্যাপটপ ছাড়াও বহু বৈদ্যুতিন সামগ্রী। যে সব যন্ত্রপাতির সাহায্যে চুরি করা হত সেগুলিও আটক করা হয়। রবিবার রামপুরহাটের বিশেষ আদালতে তােলা হলে বিচারক ধৃতদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বলে জানা যায় ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584