নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
আরও একটি ‘আত্মহত্যা’ শহরের বুকে। কোভিত পরিস্থিতিতে দীর্ঘদিন দেশজুড়ে লকডাউন বন্ধ হয়েছে আয়ের পথ। কাজ হারিয়েছেন অনেকে। এই লকডাউনের জেরেই কাজ খুইয়ে গভীর অবসাদে ভুগছিলেন বাংলার সম্ভাবনাময় মডেল বীথি মণ্ডল। আর তার জেরেই আত্মঘাতী হলেন তিনি । রবিবার গল্ফ গ্রিনের কাছে ভাড়াবাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ।
বীথি মন্ডলের আদি বাড়ি জয়নগরে। মডেলিংকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। সেই কারণে জয়নগর ছেড়ে এসে কলকাতার গল্ফ গ্রিনের কাছে যাদবপুরের সমাজগড়ে তিনি বসবাস করার সিদ্ধান্ত নেন। একই সঙ্গে তিনি বিমান সেবিকার প্রশিক্ষণও নিতে শুরু করেন।
আরও পড়ুনঃ সোশ্যাল মিডিয়ায় জাত তুলে আক্রমণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকাকে
রবিবার দুপুর গড়িয়ে যেতেও তরুণীর বাড়ির দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। অনেক ডাকাডাকি করেও কোনও সাড়া মেলেনি। খবর দেওয়া হয় পুলিশে। এরপর পুলিশ এসে দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে বীথি মণ্ডলের ঝুলন্ত দেহ উদ্ধার করে।
আরও পড়ুনঃ বাবুঘাটে উদ্ধার ২১ শিশু শ্রমিক, গ্রেফতার ৩
স্থানীয় বাসিন্দাদের ধারণা, লকডাউনের জেরে মডেলিংয়ের কাজ প্রায় বন্ধ হয়ে গিয়েছে। কিছু দিন আগে একটি অনুষ্ঠানে ডাক পেলেও পরে তা বাতিল হয়ে যাওয়ায় অবসাদে ভুগতে শুরু করেন তরুণী। আর এই গভীর অবসাদের জেরেই বীথি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক অনুমান পুলিশের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584