ওয়েব ডেস্ক, উত্তর প্রদেশঃ
ফের এক নৃশংস ঘটনার সাক্ষী থাকল যোগী রাজ্য। নেপাল সীমান্তবর্তী উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলায় ১৪ বছরের এক নাবালিকাকে যৌন নিপীড়নের পর খুন করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, তাকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবারএকটি আখ খেত থেকে নাবালিকার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে তার পরিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল ১৪ বছরের মেয়েটি। তদন্তে নেমে মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে এক জনের খেত থেকেই উদ্ধার হয়েছে নাবালিকার দেহ।
নাবালিকার বাবা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা থেকে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। চারিদিকে তাকে খোঁজা হচ্ছিল। পরে এক অভিযুক্তের খেতে দেহ উদ্ধার করা হয়। নাবালিকার বাবার অভিযোগ, ‘ওর চোখ উপড়ে নেওয়া হয়েছিল। জিভ কেটে নেওয়া হয়েছিল। দোপাট্টা দিয়ে শ্বাসরোধ করা হয়েছিল।’
আরও পড়ুনঃ ভারতে করোনায় মৃত ৫০ হাজার ছুঁই ছুঁই
যদিও চোখ উপড়ে নেওয়া ও জিভ কেটে দেওয়ার অভিযোগ খারিজ করে দিয়েছে পুলিশ। খেরির পুলিশ সুপার সতেন্দ্র কুমার বলেন, ‘চোখ উপড়ে নেওয়া হয়নি এবং জিভ কাটা হয়নি। এই দাবি সত্যি নয়। ময়নাতদন্তের রিপোর্টে এমন কোনও প্রমাণ মেলেনি। তার চোখের কাছে ক্ষত আছে। তা আখের ধারালো পাতার কারণে হয়েছে বলে মনে হচ্ছে।’
তবে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। সুপার জানিয়েছেন, সন্তোষ যাদব এবং সঞ্জয় যাদব নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা (খুন), ৩৭৬ ডি (গণধর্ষণ) ধারায় মামলা রুজু করা হয়েছে। একইসঙ্গে জাতীয় সুরক্ষা আইনের ধারাও চাপানো হয়েছে। এদিকে, সূত্র মারফত জানা গিয়েছে যে, নাবালিকার গলায় ওড়না জড়ানো ছিল। চোখ উপড়ে নেওয়া হয়েছে ও জিভ কাটা অবস্থায় ছিল।
আরও পড়ুনঃ দিল্লি দাঙ্গায় অনাথ হয়ে যাওয়া ১৮ বছরের সলমন জানতে চায় বিচারের মানে কি?
এই নৃশংস ঘটনাকে কেন্দ্র করে যোগী প্রশাসনকে নিশানা করছে বিরোধী শিবির। বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতী নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনার নিন্দা করে বলেছেন, ‘এই ধরনের নক্কারজনক কাজ হয়েই চলেছে, তাহলে সমাজবাদী পার্টি ও বিজেপি শাসনের মধ্যে কী পার্থক্য রয়েছে?’
এর আগে, গত সপ্তাহে পশ্চিম উত্তরপ্রদেশের হরপুরে ছ’বছরের এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণ করা হয়েছিল। শুক্রবার এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ওই কিশোরী আপাতত হাসপাতালে ভরতি আছে। চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও বিপন্মুক্ত নয় সে।
যোগী আদিত্যনাথ সরকারের আমলে একের পর এক এহেন ঘটনা ঘটে চলেছে। এই সময় যোগী রাজ্যে দলিত নিপীড়ন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে অভিযোগ করেছেন ভীম সেনা প্রধান চন্দ্র-শেখর আজাদ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584