সায়নিকা সরকার, মালদহঃ
ক্যান্সার আক্রান্তের কথা ভেবে এবার নিজের লম্বা চুল দান করলেন এক ছাত্রী। এই চুল ক্যান্সার পীড়িতদের পরচুলা তৈরির জন্য ব্যবহার করা হবে। ইতিমধ্যেই মুম্বইয়ের “মদত ট্রাস্ট” স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করে তাঁর কাটা চুল ক্যান্সার আক্রান্তদের দান করছেন তিনি।
মালদহের নারায়ণপুরের বাসিন্দা বিশ্ববিদ্যালয়ে পাঠরতা বছর ২১-র ছাত্রী স্নেহা জয়সওয়াল। স্নেহা জানান, ‘কেমোথেরাপির ফলে ক্যান্সার আক্রান্তদের মাথার চুল সম্পূর্ণভাবে পড়ে যায়। ফলে শারীরিক ভাবে সুস্থ হয়ে উঠলেও মাথায় চুল না থাকায় মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েন তাঁরা। হীনমন্যতায় ভোগেন। হেয়ার প্ল্যান্টেসনের সামর্থ্য সকলের না থাকায়, তাও সম্ভব হয় না সকলের পক্ষে। ফলে মানসিকভাবে ভেঙে পড়তে থাকেন তাঁরা।’
আরও পড়ুনঃ এবার রায়গঞ্জ মেডিক্যালেও হবে করোনা পরীক্ষা
ক্যান্সার আক্রান্তদের কথা মাথায় রেখে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা চুল সংগ্রহ করে তাঁদের মানসিকভাবে দৃঢ় করে তোলার কাজ করছেন। প্রয়াস ক্ষুদ্র হলেও তাদের এই মহতী উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন “নতুন আলো” নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ওই স্বেচ্ছাসেবী সংস্থার অন্যতম সদস্য হলেন স্নেহা। স্নেহার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584