ভোটের ডিউটি করতে এসে নাবালিকাকে যৌন নির্যাতন, জুতাপেটা অভিযুক্ত জওয়ানকে

0
252

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

তারকেশ্বরের রামনগর এলাকায় নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক কেন্দ্রীয় জওয়ানের বিরুদ্ধে। শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে গতকাল থেকেই জায়গায় জায়গায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ১৬৮ নম্বর বুথের রামনগর প্রাথমিক বিদ্যালয়ে ৮ জন জওয়ানের থাকার ব্যবস্থা করা হয় স্থানীয় প্রশাসনের তরফে। সোমবার সেখানেই ছিলেন ওই ৮ জন।

Representative image | newsfront.co
কোলাজ চিত্ৰ

এদিন সন্ধ্যা আটটা নাগাদ ওই এলাকারই এক নাবালিকা তার পাশের বাড়ির বন্ধুর থেকে বই আনতে যায়। তখনই ওই নাবালিকার ওপর অভিযুক্ত ওই জওয়ান চড়াও হয় বলে অভিযোগ। ফাঁকা রাস্তায় ওই নাবালিকার মুখ চেপে ধরে স্কুলের পাশে একটি বাগানে নিয়ে যাওয়ার চেষ্টা করে ওই জওয়ান।

এরপর ওই নাবালিকা চিৎকার শুরু করলে সেই আওয়াজ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। উদ্ধার করা হয় ওই নাবালিকাকে। টাকার লোভে দেখিয়ে নাবালিকার ওপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর ওই জওয়ানের বিরুদ্ধে। এই শ্লীলতাহানির ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা জুতোপেটা করেন অভিযুক্ত ওই জওয়ানকে।

আরও পড়ুনঃ ভুতুড়ে ভোটার! মোট ভোটার ৯০ জন, এদিকে ভোট পড়ল ১৮১টি

খবর পেয়ে ঘটনাস্থলে আসে তারকেশ্বর থানার পুলিশও। অভিযুক্তের শাস্তির দাবিতে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান উত্তেজিত স্থানীয় মানুষ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ। নাবালিকার পরিবারের পক্ষ থেকে থানাতেও লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here