নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মহামারী ভাইরাসের মোকাবিলায় ইতিমধ্যে তৎপর রাজ্য স্বাস্থ্য দফতর থেকে রাজ্য প্রশাসন। রাজ্যের বিভিন্ন ক্লাব সংগঠন থেকে শুরু করে সমাজসেবী সংগঠনের পক্ষ থেকে সাধারণ মানুষকে বর্তমান ভাইরাস সম্বন্ধে সচেতন করা হচ্ছে, সচেতন করা হচ্ছে প্রশাসনের তরফ থেকেও।
বিনা কারণে সাধারণ মানুষ যাতে বাড়ির বাইরে না বেরোয়। কারণ বর্তমান ভাইরাসকে মোকাবিলা করার জন্য একমাত্র ওষুধ বাড়িতে থাকা সহ সমদূরত্ব বজায় রাখা। এবার সেই সচেতন বার্তা দিতে এগিয়ে এলো ক্ষুদে অংকন শিল্পী, মেদিনীপুর শহরের অলিগঞ্জ এলাকার বাসিন্দা তথা বিদ্যাসাগর শিশু নিকেতনের সপ্তম শ্রেণীর ছাত্রী কোয়েনা পাল।
আরও পড়ুনঃ লকডাউনে সাহায্যের হাত বাড়াল ফটোগ্রাফিক সোসাইটি
বিভিন্ন চিত্রের মাধ্যমে এলাকার মানুষকে বর্তমান ভাইরাস সম্বন্ধে সচেতন করার বার্তা দিচ্ছে এই ক্ষুদে শিল্পী। জানা গেছে বাড়িতে বসে এই ক্ষুদে শিল্পী বিভিন্ন সচেতন মূলক চিত্র এঁকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এলাকার মানুষকে সচেতন করছে,আর এই খুদে শিল্পীর এই সুন্দর কার্যক্রম দেখে যথেষ্ট সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন মানুষ থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584