শহীদের পরিবারকে সাহায্যার্থে ‘সিআরপিএফ ওয়াইফ অ্যাসোসিয়েশন’ এর অভিনব উদ্যোগ

0
80

ওয়েবডেস্কঃ

গত ১৪ ই ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের উপর কাপুরুষোচিত জঙ্গি হামলায় শহীদ হয়েছেন ৪০ জওয়ান । বীর সেনা তো দেশের জন্য
শহীদ হয়েছেন। কিন্তু একা করে গেলেন মা, বাবা ,ভাই ,বোন,বউ বা সন্তান-সন্ততিকে ।
নিহত অনেক সেনার পরিবারে হয়তো তিনিই একমাত্র রোজগেরে মানুষ ছিলেন । পরিবারকে নিয়ে স্বপ্ন তো ছিল অনেক , কিন্তু তা পূর্ণ হলো কই ?

প্রিয়জনকে হারানোর ব্যথায় শোকাহত শহীদ সেনাদের পরিবারকে আর্থিক ভাবে সাহায্য করতে এবার অভিনব পদক্ষেপ গ্রহণ করলেন সিআরপিএফ জওয়ানদের স্ত্রীরা । সিআরপিএফ জওয়ানদের স্ত্রীদের সংস্থা ‘সিআরপিএফ ওয়াইফ অ্যাসোসিয়েশন’এর সদস্যারা নয়ডার ই কমার্স মোবাইল ওয়ালেট ও এটিএম এর সৌজন্যে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন  অসহায় পরিবার গুলোর দিকে ।

দুর্ঘটনার মর্মস্পর্শে একদিকে গোটা দেশ যেমন শোকাহত তেমন সহকর্মীদের হারিয়ে হয়তো আরো কাছে থেকে হতাশাগ্রস্থ পরিবারের বেদনাটাকে একটু বেশি করে অনুভব করতে পারছেন বাকি সিআরপিএফ জাওয়ান ও তাদের পরিবার । তাই হয়তো বেদনাগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক ভাবে সাহায্য করতে তাদের এই উদ্যোগ ।

আরও পড়ুনঃসর্বদলীয় বৈঠকে কাপুরুষোচিত সন্ত্রাসবাদী হামলার নিন্দা 

অনলাইনের মাধ্যমে দ্রুত আর্থিক সাহায্য পাঠাতে এক্ষুনি পেটিএম এর ওয়েবসাইটে গিয়ে সিআরপিএফ ওয়াইফস ওয়েলফেয়ার এসোসিয়েশন(CRPF Wives Welfare Association) অপশনে ঢুকে ডোনেশন অপশন মারফত আর্থিক সাহায্য করতে পারেন আপনিও । এছাড়াও  পেটিএম অ্যাপের মাধ্যমে সিআরপিএফ ব্রেভহার্টস (CRPF Bravehearts) অপশনের মাধ্যমেও আর্থিক সাহায্য পাঠানো যাবে । পাশাপাশি ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে পেটিএম এর মাধ্যমে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য করা যাবে । পেটিএম এ থাকা “মাই অর্ডার” অপশনে ২৪ ঘণ্টার মধ্যে আপনার করা ডোনেশনের রশিদ আপনি পেয়ে যাবেন । সূত্রের খবর আগামী ১০ ই মার্চ পর্যন্ত এই এই পদ্ধতিটি সক্রিয় থাকবে ।

(ছবি সৌজন্যে-টাইমস অফ ইন্ডিয়া)

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here