নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
ফারাক্কার যোগযেশ্বরপুরে একই মালিকের একটি মুদির দোকান ও পাশে থাকা একটি গোডাউন আগুন লেগে ভস্মীভূত হয়ে যায়। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে।
মুদির দোকানের মালিকের ছেলে ছোটন রায়ের অভিযোগ, বেশ কয়েকবার বেনামি চিঠি বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে আসে এবং ওই চিঠিতে লেখা ছিল যে আপনার পেছনে কিছু শত্রু লেগে আছে যারা আপনাকে বাইরে বেরোলে যেকোনো সময় মেরে ফেলতে পারে।
সেই চিঠির পরিপ্রেক্ষিতে থানায় লিখিত অভিযোগ করলেও এই বেনামি চিঠি প্রেরকের কোন হদিস পাওয়া যায়নি। বেশ কয়েকদিন আগে আরও একটি বেনামি চিঠি পোস্ট অফিসের মাধ্যমে আসে, তাতে লেখা ছিল তাদের মুদির দোকান ও মুদির গোডাউন শত্রুপক্ষ সেখান থেকে নদীতে ফেলে দেবে, না হয় আগুন লাগিয়ে দেবে।
এর পাশাপাশি লেখা ছিল তার অনেক শত্রু আছে যারা তাকে যে কোন সময় মেরে ফেলতে পারে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছিল ৷ কিন্তু এই চিঠি কে বা কারা পাঠাচ্ছে তার কোন হদিস পাওয়া যায়নি ।
আরও পড়ুনঃ বিধ্বংসী অগ্নিকাণ্ডে ধুলিয়ানে ভস্মীভূত ৫০ বাড়ি
গতকাল গভীর রাতে এই চিঠির কথা অনুযায়ী দোকান ও গোডাউনে দুটোতেই আগুন লাগিয়ে দেওয়া হয় । আগুন লাগার ফলে মুদির দোকান ও গোডাউনের সমস্ত কিছু পুড়ে ছারখার হয়ে যায়। ফারাক্কা থানায় লিখিত অভিযোগ করছে মুদির দোকানের মালিক জয়ন্ত রায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584