নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
শুক্রবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের জ্বালাস নিজামতার গ্রাম পঞ্চায়েতের মাদারবক্স এলাকায় ঘরের ভিতর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। মৃত যুবকের নাম চন্দন সাহা(২৮)।
জানা গিয়েছে গতকাল রাতে বেশ দেরীতে বাড়িতে ফেরেন ঐ যুবক । এরপর এদিন সকালে যখন বাড়ির লোকজন ডাকতে যায় তখন কোন সাড়া শব্দ না মেলায় পরিবারের লোকজনের সন্দেহ হয় ।
আরও পড়ুনঃ নর্দমা থেকে যুবকের দেহ উদ্ধার রঘুনাথগঞ্জে
অন্য ঘরের ভেতর দিয়ে ঘরের সিলিং ভেঙে দেখতে পান যে যুবক ঝুলন্ত অবস্থায় রয়েছে। এই দেখে তড়িঘড়ি খবর দেন পুলিশকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফাঁসিদেওয়া থানার পুলিশ।
আরও পড়ুনঃ কালীপুজোর আগে শব্দবাজি বাজেয়াপ্ত শিলিগুড়িতে
পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। তবে কি কারণে আত্মহত্যা করল ঐ যুবক তা জানা যায়নি। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584