আবেদনের ২ ঘন্টার মধ্যে স্বাস্থ্যসাথী কার্ড! সন্তানের চিকিৎসায় আশার আলো তপনের দম্পতির

0
159

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ

আবেদনের ২ ঘন্টার মধ্যে স্বাস্থ্য সাথীর কার্ড তুলে দেওয়া হল অসুস্থ শিশুর পরিবারের হাতে। জেলার সংশ্লিষ্ট দফতরের তৎপরতায় এই কার্ড পেয়ে খুশি আবেদনকারীরা। তিন মাসের কোলের সন্তানের প্রাণ রক্ষায় এই কার্ড সহায়ক হবে বলে আশা করছেন দম্পতি ।

sasthasathi card | newsfront.co
স্বাস্থ্য সাথী কার্ড ৷ নিজস্ব চিত্র

জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের দ্বীপখন্ডা গ্রাম পঞ্চায়েতের যশোরাই গ্রামের বাসিন্দা পেশায় শ্রমিক বিশ্বজিৎ বর্মণ এবং তার স্ত্রী ববিতা বর্মণ । তাদের একটি মাস তিনেক বয়সের পুত্র সন্তান রয়েছে। জন্মগত ওই শিশু সন্তানের হার্টের (হৃদপিণ্ড) সমস্যা।

family | newsfront.co
নিজস্ব চিত্র

তার চিকিৎসায় (অপারেশান) দেড় থেকে দুইলক্ষ টাকা প্রয়োজন। কিন্ত আর্থিক সমস্যায় সেই উপায় ছিলনা পরিবারটির। কোনো উপায় না দেখে বর্মণ দম্পতি বৃহস্পতিবার সোজা চলে আসেন বালুরঘাট জেলা প্রশাসনিক কার্যালয়ে। তারা স্বাস্থ্য সাথী কার্ডের আবেদন করেন সংশ্লিষ্ট দফতরে।

আরও পড়ুনঃ বছরের শেষ দিনে বড়ো সাফল্য জঙ্গিপুর পুলিশ জেলার

দফতরের আধিকারিক রানু মন্ডল সহ অন্যদের তৎপরতায় ২ ঘন্টার মধ্যে হাতে কার্ড পেয়ে যায় অসুস্থ শিশুর পরিবার। এদিন এই কার্ড বিশ্বজিৎ বাবু ও তার স্ত্রী ববিতা দেবীর হাতে তুলে দেন অতিরিক্ত জেলা শাসক (জেনারেল) জিতীন যাদব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here