সাগরপাড়ায় পণের দাবিতে বধূকে পুড়িয়ে হত্যা

0
151

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

ফের বধূ হত্যার সাক্ষী থাকল সাগরপাড়া। সাগরপাড়ার বধূ হত্যা কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। মৃতার নাম রুনা বিবি।প্রায় ৭ বছর আগে জলঙ্গীর দেবীপুর গ্রামের মেয়ে রুনা বিবির বিয়ে হয়েছিল জলঙ্গীর সাগরপাড়া রক্সি মোড়ের বাসিন্দা পিয়ারুল সেখ ওরফে তোতার সঙ্গে।

girl | newsfront.co
নিজস্ব চিত্র

পরিবার সূত্রে জানা যায় বিয়ের পর থেকেই পণের জন্য রুনা বিবির ওপর মানসিক ও শারীরিক অত্যাচার করত পিয়ারুল সেখ সহ তার পরিবার।গত বুধবার আনুমানিক রাত্রি সাড়ে ১১টা নাগাদ রুনা বিবির গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় স্বামী পিয়ারুল ৷

police | newsfront.co
ধৃত অভিযুক্ত। নিজস্ব চিত্র

নির্যাতিতা রুনা বিবি এমনটাই জবানবন্দি দিয়েছিলেন। স্থানীয় লোকজন রুনা বিবিকে বহরমপুর হসপিটালে ভর্তি করলে, গত কাল দুপুর ২টো নাগাদ সেখানে মৃত্যু হয় ওই মহিলার। পিয়ারুল সেখ সহ পরিবারের মোট ৭জনকে গ্রেফতার করে সাগরপাড়া থানার পুলিশ।

crowd | newsfront.co
অভিযুক্তর পরিবারের সদস্যদের গ্রেফতার। নিজস্ব চিত্র

একই পরিবারে এক বছর আগে প্রাইমারি স্কুলের শিক্ষক আসমাউল সেখও তার স্ত্রীকে পণের জন্য অত্যাচার করত যার ফলে বিষ খেয়ে আত্মহত্যা করে তার স্ত্রী।

আরও পড়ুনঃ গঙ্গারামপুরে উচ্চ মাধ্যমিক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

এক বছর যেতে না যেতেই ফের আর এক বধূকে হত্যা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here