নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণাঃ
করোনা রুখতে সংখ্যালঘু যুবকদের পাশাপাশি পথে নামলেন সংখ্যালঘু মহিলারাও। ঘরে বসেই নিজেই সেলাই মেশিনে তৈরি করছেন মাস্ক। সেগুলি সংখ্যালঘু দুঃস্থ এলাকায় বিলি করবেন। কদিন আগেই গ্রামের দুঃস্থ বাচ্চা দের মুখে মাস্ক নেই দেখে জিজ্ঞেস করেছিলেন তোদের মুখে মাস্ক নেই কেন? উত্তরে বাচ্চা গুলো চোখের কোণে জল গরিয়েই বলে মাস্ক কেনার পয়সা নেই দিদি।
তারপর থেকেই দত্তপুকুর থানার ছোটজাগুলিয়া এলাকার গৃহবধূ জাহানারা ঠিক করে নেন নিজে মাস্ক বানিয়ে দুঃস্থ দের বিলি করবেন। সেই মতোই চলছে মাস্ক বিলি ও উৎপাদনের কাজ। তাকে সাহায্য করছেন তার স্বামী জাকির হোসেন। এদিন জাহানারা বলেন “এ অবস্থায় এখনো অনেকেই সচেতন নন,তাদের বাড়ি বাড়ি মাস্ক বিলি করছি,এবং তাদেরকে পরিস্থিতির গুরুত্ব বোঝানোর চেষ্টা করছি যাতে তারা ঘরেই থাকেন”।
আরও পড়ুনঃ ইটভাটার কাজ বন্ধ, বাড়ির পোষ্য পশুদের বিক্রি করছেন গ্রামবাসীরা
পাশাপাশি দেগঙ্গার হাদিপুর গড়পাড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা কয়েকটি দলে ভাগ হয়ে করোনার থেকে বাঁচতে সাধারণ মানুষদের সচেতন করতে পথে নামে। এলাকার প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে সচেতনতার বার্তা দেন।পাশাপাশি আমডাঙ্গা অঞ্চলে মহিলাদের একটি দল রাস্তায় জমায়েত হওয়া পুরুষদের সতর্ক করে।
দেগঙ্গায় রেশমা তরফদার নামে এক কলেজ ছাত্রী তার এলাকার বাড়ি বাড়ি গিয়ে অনুরোধ করে বিনা প্রয়োজনে যাতে কেউ বাড়ি থেকে না বেরোন।ওদিকে বারাসত হাসনাবাদ রেল শাখার লেবুতলা স্টেশন সংলগ্ন কিছুটা সংখ্যালঘু ঘন বসতি যুক্ত এলাকায় এদিন রেবেকা বিবি, হীরা বিবি ও মানসুরা বিবিরা বাড়ি বাড়ি মাস্ক বিলি করেন। পাশাপাশি ছোটজাগুলিয়া,দত্তপুকুর,গোলাবাড়ি এলাকায় বেশ কিছু সংখ্যালঘু গৃহিণীরা নিজের হাতে মাস্ক তৈরি করছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584