নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বৃহস্পতিবার সন্ধ্যায় হওয়া প্রায় এক ঘন্টার ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আলিপুরদুয়ারে। জমির ফসল, ঘর বাড়ি, গাছপালার ক্ষতির খবর সামনে এসেছে। গতকাল সন্ধ্যায় ঝড়ের কুমারগ্রামের বেশ কিছু জায়গায় গাছ ভেঙে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। বিদ্যুৎ এর তাড় ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে যায় বিদুৎপরিষেবা। ফলে দুর্যোগের রাতে ঘন কালো অন্ধকার নেমে আসে গোটা এলাকা জুড়ে।
এদিকে কালচিনি ব্লকের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার রাতের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচণ্ড ঝোড়ো হাওয়ায় ডিমা স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ের টিন উড়িয়ে নিয়ে যায়।
আরও পড়ুনঃ লকডাউনেও অগ্নিকাণ্ডের ঘটনা অব্যাহত, আগুনের গ্রাসে দুটি বাড়ি সর্বশান্ত পরিবার
এছাড়াও সংশ্লিষ্ট ব্লকের ডিমা চা বাগানের শ্রমিকদের ঘরে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ফালাকাটা ব্লকের বেশ কিছু গ্রামেও গত কালকের ঝড়ে ক্ষতি হয়েছে বাড়ি ঘর ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584