জোড়া অগ্নিকান্ডের ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতির আশঙ্কা

0
49

সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ

A huge money loss for heavy fire incident
নিজস্ব চিত্র

গ্যাস সিলেন্ডার ব্লাস্ট হয়ে আগুনে ভষ্মিভুত তিনটি দোকান।উস্থি থানার উস্থি দেউলা রোডের এক নম্বর প্লাটফর্মে এই অগ্নিকান্ড ঘটে।ঘটনা স্থলে একটি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।ক্ষয় ক্ষতির পরিমান লক্ষাধিক টাকা বলে জানা যাচ্ছে।প্রথমে মিষ্টির দোকান পরে চা দোকান এবং তারপাশে থাকা হোটেল আগুনে ভষ্মিভুত হয়ে যায়।স্থানীয় সূত্রে জানা যায়,আগুন নেভাতে গিয়ে তিনজন জখম হন।

A huge money loss for heavy fire incident
নিজস্ব চিত্র

আরও পড়ুন: রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকান্ড

A huge money loss for heavy fire incident
ভস্মীভূত বাড়ি Iনিজস্ব চিত্র

অন্যদিকে,গরুর গোয়ালে আগুন লেগে দুটি বাড়ি ভষ্মিভুত। মশার ধুপ থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক ধারণা।ঘটনায় ভষ্মিভুত দুটি বাড়ি সহ গোয়াল ঘর।কাকদ্বীপের হারুউড পয়েন্ট কোস্টাল থানার আশ্রম মোড়ের ঘটনা।গৃহকর্তা নিমাই শিল বাড়ির পাশে গোয়ালে মশার ধূপ জ্বালায়।

সেই ধুপের আগুন খরের গোয়ালঘরে গেলে পাশে দুটি বাড়িতে গ্রাস করে ।ঘটনায় অগ্নিদগ্ধ হয় গরু।আগুন ক্রমশ গ্রাস করে ধান চালের ঘর।স্থানীয় বাসিন্দা সহ দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করে।এই ঘটনায় ক্ষয় ক্ষতির পরিমান প্রায় দেড় লক্ষ টাকা।ঘটনার তদন্ত শুরু করেছে দমকল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here