আফগানিস্তানে বন্দুকধারীর গুলিতে নিহত সাংবাদিক

0
58

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

গুলি করে হত্যা করা হল একজন সাংবাদিককে। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশ এলাকায়। এনিয়ে গত দুই মাসে দেশটিতে সন্ত্রাসীদের হামলায় পাঁচজন গণমাধ্যমকর্মী প্রাণ হারালেন। আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা আজ শনিবার সাংবাদিক নিহত হওয়ার এ তথ্য জানান বলে খবর রয়টার্সের।

Shoot out | newsfront.co
প্রতীকী চিত্র

নিহত সাংবাদিকের নাম বিসমিল্লাহ আদেল আইমাক (২৮)। তিনি সাদা-ই-ঘোর (ভয়েস অব ঘোর বা ঘোরের কণ্ঠ) নামের এক রেডিও চ্যানেলের প্রধান সম্পাদক ছিলেন। ঘোর প্রদেশের রাজধানী ফিরোজ কোহের কাছে গত শুক্রবার অজ্ঞাত কয়েকজন বন্দুকধারী তাঁর ওপর ওই হামলা চালায়।

যদিও এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। ঘোরের ডেপুটি গভর্নর হাবিবুল্লাহ রাদমানেশ বলেন, বিসমিল্লাহ আদেল ২০১৫ সালে ওই রেডিও স্টেশনে যোগ দেন।

আরও পড়ুনঃ ভারত-পাকিস্তানের মধ্যে পারমানবিক স্থাপনার তালিকা বিনিময়

আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এই হত্যাকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, “মতপ্রকাশের স্বাধীনতাকে সমর্থনদান ও এগিয়ে নিতে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ হামলার জন্য তালেবানকে দায়ী করে এক টুইটে তিনি এও লিখেছেন যে, ‘তালেবান ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী এ রকম হামলা চালিয়ে সাংবাদিক ও গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে পারবে না।“

আরও পড়ুনঃ পাকিস্তানে মৌলবাদী হানায় ভাঙা মন্দির পুনঃনির্মাণ হবে সরকারি খরচে

গতকালই অজ্ঞাতনামা ব্যক্তিদের আরেক হামলায় নাগরিক সমাজের একজন কর্মী নিহত হয়েছেন। আফগানিস্তানে অনেক দিন ধরেই সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা চলছে। এরপরও সাম্প্রতিক মাসগুলোয় দেশটিতে সহিংসতা বেড়েছে। এর শিকারে পরিণত হচ্ছেন সাংবাদিক, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মানবাধিকারকর্মীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here