শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
বছর আগে জুন মাসে চিকিৎসায় গাফিলতির অভিযোগে জুনিয়র চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায়-সহ একাধিক চিকিৎসকের ওপর চড়াও হয়েছিল রোগীর পরিবার। মাথার খুলি ফেটে যাওয়ায় সারাজীবনের জন্য শারীরিক ক্ষতি হয় ওই যুবকের। ওই ঘটনার পর একাধিক নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দেয় নবান্ন, চালু হয় হেল্পলাইন। কিন্তু বছর খানেক পরেও যে পরিস্থিতি কিছুই পাল্টায়নি তার প্রমাণ মিলল মঙ্গলবার বিকেলে।
এবার শুধু চিকিৎসকই নয়, হাসপাতালের নার্স-সহ বেশ কয়েকজন চিকিৎসা কর্মীকেও মারধর করার অভিযোগ রোগীর পরিবারের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে এনআরএস হাসপাতালে ৬০ বছর বয়সী রক্ত আমাশা নিয়ে ভর্তি এক বৃদ্ধের মৃত্যু হয়। ওইদিন বিকেলের দিকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে রক্ত আমাশা বন্ধ করার জন্য ইনজেকশন দেওয়ার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ জ্বরে অচেতন ফুটপাথবাসী বৃদ্ধের খবর পুলিশকে দিয়েই দায় সারলেন প্রতিবেশীরা
চিকিৎসকেরা ইনজেকশন দেওয়ার কিছু পরেই মৃত্যু হয় বৃদ্ধের। তার জেরেই রোগীর পরিবারের লোকেরা অভিযোগ করেন, চিকিৎসকের গাফিলতির জেরেই রোগীর মৃত্যু হয়েছে। তারপরই কর্তব্যরত জুনিয়র ডাক্তারকে মারধর হেনস্থা করা হয় বলে অভিযোগ। ওই চিকিৎসককে উদ্ধার করতে গেলে নার্স ও চিকিৎসাকর্মীরাও হেনস্থার শিকার হন।
এই ঘটনার পরেই ঘটনাস্থলে ছুটে আসে এন্টালি থানার পুলিশ। চিকিৎসককে মারধর, কাজে বাধা দানের অভিযোগে মামলা রুজু করে ৪ অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বুধবার ধৃতদের শিয়ালদহ আদালতে তোলা হলে বিচারক দু’দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584