শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
নৌকা করে নদী পার হওয়ার সময় আচমকাই মাঝ নদীতে নৌকা থেকে ঝাঁপ এক তরুনীর। ঘটনার পর স্থানীয়রা ওই নৌকা নিয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালালেও ভরা বর্ষায় ফুলে ফেঁপে থাকা নদীর জলে নিমেষেই তলিয়ে যায় ওই তরুনী। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট শহরের রঘুনাথপুর এলাকার আত্রেয়ী নদীর খেয়া ঘাটে।
খবর পেয়ে বালুরঘাট থানা থেকে পুলিশ গিয়ে তল্লাশি শুরু করলেও এখনও ওই তরুনীকে উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রিশ বছর বয়স্ক ওই তরুনীর নাম ফুলমনী ঢঢোরিয়া। সম্ভবত সে মানসিক ভারসাম্যহীন, বাড়ি নদীর কালিকাপুর গ্রামে।
আরও পড়ুনঃ কাকদ্বীপে ট্রলারে অগ্নিকান্ড
জানা গেছে, আজ দুপুরে রঘুনাথপুর বাজার এলাকায় ওই মেয়েটিকে কিছুটা ভারসাম্যহীন ভাবে ঘুরতে দেখা গেছে। সেখান থেকে কিছুক্ষন পরেই সে তার বাড়ি কালিকাপুর যাওয়ার জন্য খেয়াঘাটে এসে নৌকায় চাপে। নৌকাতেও তার আচরন অস্বাভাবিক ছিল। মাঝ নদীতে নৌকা গেলে আচমকাই সে নদীতে ঝাঁপ দেয়।
আরও পড়ুনঃ দলীয় কর্মী খুনের প্রতিবাদে এসইউসিআই (সি)-র ডাকা বনধে শুনশান মৈপীঠ, প্রায় স্বাভাবিক কুলতলি
নৌকার অনান্য যাত্রীদের চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে এসে তাকে বেশ কিছুটা ভেসে যেতে দেখে নৌকা নিয়েই উদ্ধারের চেষ্টা চালালেও তাকে উদ্ধার করা সম্ভব হয় নি। এরপরেই তারা বালুরঘাট থানায় খবর দিলে পুলিশ এসে তদন্তে নামার পাশাপাশি দেহ উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584