নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
দীর্ঘদিন পর ফের বন্দী হল চিতাবাঘ। শুক্রবার রাতে আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া ব্লকের সিংহানিয়া চা বাগানে খাবারের লোভে বন্দী হল চিতা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুদিন বন্ধ থাকার পর ফের সংশ্লিষ্ট বাগানে চিতা বাঘের আনাগোনা লক্ষ্য করা যায়। বাঘ ধরার জন্য বনদফতর থেকে একটি খাঁচা বসানো হয়। আর খাবারের লোভে সেই খাঁচায় বন্দী হয় একটি পূর্ণ বয়স্ক পুরুষ চিতাবাঘ।
শ্রমিকরা খাঁচা বন্দী চিতাটিকে দেখতে পেয়ে বনদফতরে খবর দিলে মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা রাতেই ওই চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়।জানা গিয়েছে, ওই চা বাগানটিতে বেশ কয়েকদিন ধরেই চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করছিলেন স্থানীয়রা।
আরও পড়ুনঃ রাজনৈতিক হিংসায় উত্তপ্ত পটাশপুর!বোমাবাজি-লুটপাট, মহিলাদের মারধরের অভিযোগ
এবিষয়ে বনদফতরের মাদারিহাট রেঞ্জের রেঞ্জার রামিজ রোজার বলেন,”সিংহানিয়া চা বাগান থেকে খাঁচাবন্দী পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ উদ্ধার করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য উদ্ধার হওয়া চিতাবাঘটিকে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584