নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
গোটা ক্যানভাস জুড়ে গোলাকার পৃথিবীর ছবি। আর গোটা পৃথিবীটা শিকল দিয়ে ঘিরে তালা বন্ধ রয়েছে। পৃথিবীর গায়ে আঁকা হয়েছে মাস্ক। আর সেখানে অতন্দ্র প্রহরীর মতন দাঁড়িয়ে রয়েছে চিকিৎসক-পুলিশ এবং স্বাস্থ্যকর্মীর ছবি। ছবিটিতে যে স্পষ্ট বার্তা রয়েছে সেটা হল করোনা মোকাবিলায় চলছে লকডাউন আর এই লকডাউনে কেউ যেন অকারনে বাড়ির বাইরে না বেরোন।
এই উদ্ভূত পরিস্থিতিতে জরুরী পরিষেবার সঙ্গে যারা যুক্ত তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ,আর এইসময় সকলকে ঘরে থাকতে হবে। ছবিটি এঁকেছে মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র অনুভব পাল। অনুভব, বাচিক শিল্পী হিসেবেও যথেষ্ট খ্যাতি অর্জন করেছে। রাজ্য ও জেলা স্তরের বিভিন্ন বাচিক প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে।
অনুভবের কথায়, এই সময় অকারণে বাড়ির বাইরে না যাওয়াই উচিৎ ,কিন্তু টিভিতে বা পেপারে দেখতে পাচ্ছি অনেকেই নিয়ম না মেনে বাড়ির বাইরে বেরোচ্ছেন, এটা ঠিক নয়।
আরও পড়ুনঃ দুঃস্থদের জন্য মালদহের গাজোলে কমিউনিটি কিচেন খুলেছেন দুই ব্যবসায়ী
অনুভব এর মা ইন্দ্রানী পাল বললেন, এখন ছেলের স্কুল ছুটি ,এইসময় বাড়িতে পড়াশোনা, আবৃত্তিচর্চা ,ছবি আঁকা, টিভি দেখা এসব করেই ওর সময় কাটছে ,লকডাউন এ কেউ যাতে বাইরে না বেরোয় তার বার্তা দিতে ও এই ছবিটি এঁকেছে ,অনেকেই প্রশংসা করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584