প্রবাসী বাঙালির রবিপ্রেমের গল্প বলবে ‘তুমি রবে নীরবে’

0
127

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

সবার হৃদয়ে বসত করেন রবীন্দ্রনাথ। কারো হৃদয়ে নীরবে, কেউ বা সারাদিন কাটিয়ে দেন তাঁর কবিতা-গানে নিজেকে নিয়োজিত রেখে। তবে, পরিচালক সত্যজিৎ দাস এবার বানালেন ‘তুমি রবে নীরবে’। স্বল্প দৈর্ঘের এই ছবির কেন্দ্রে রয়েছেন রবি ঠাকুর।

Tumi Rabe Nirabe | newsfront.co

গল্পের দিকে চোখ রাখলে দেখা যায়, রীনা ২২ বছর বিদেশে কাটানোর পর করোনা কালে ফিরেছে নিজের মুলুকে। সে এসে মায়ের কাছ থেকে রবীন্দ্রনাথ নিয়ে বিশদে জানতে চায়। কিন্তু তার বাবা তাকে বলে যে, এই বাংলা ভাষা ও রবীন্দ্রনাথ আসলে আবর্জনা। এই সব নিয়ে জীবনে উন্নতি করা যায় না। তাই মায়ের কাছে এই সব শিখে নিজের জীবন শেষ করার কোনও মানে হয় না। বাবার এই রবিকেন্দ্রিক নেতিবাচক মন্তব্য উড়িয়ে দিয়ে রীনা কী ভাবে এই বাংলা ও রবীন্দ্রনাথ কে ভালোবেসে ফেলে তাই নিয়েই ‘তুমি রবে নীরবে’।

Tumi Rabe Nirabe | newsfront.co

ছবিতে রয়েছে তিনটি চরিত্র। চরিত্রগুলিতে অভিনয় করছেন আয়েষা ভট্টাচার্য, মনোজিৎ বড়াল এবং আয়েষার মা আত্রেয়ী ভট্টাচার্য। এই ছবিতে তিনজনেই খালি গলায় গেয়েছেন রবীন্দ্রসঙ্গীত। সঙ্গীতায়োজনে চন্দিম সরকার।

আরও পড়ুনঃ লকডাউনেই এল ‘সোনালি সেই ভোর’

ছবির গল্প ভাবনা, সম্পাদনা এবং পরিচালনা সবই সত্যজিৎ দাসের। আয়েষা ভট্টাচার্য এবং মনোজিৎ বড়াল বাংলা টেলিভিশনের পরিচিত মুখ। তবে, আত্রেয়ী ভট্টাচার্য এই প্রথম এলেন ক্যামেরার সামনে। নীলম ফিল্ম-এর প্রযোজনায় আসছে এই ছবি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here