সাইকেল যাত্রায় মহিলাদের আত্মনির্ভরশীলতার প্রচার

0
96

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

মেয়েদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে ও সাহসী হওয়ার জন্য সাইকেল নিয়ে যাত্রা শুরু করলেন এক ব্যক্তি । বিভিন্ন রাজ্য ঘুরে ঘুরে সাধারণ মানুষ ও মেয়েদের সচেতন করাই তাঁর একমাত্র লক্ষ্য ।

hira lal yadav cycling | newsfront.co
সচেতনার উদ্যোগ ৷ নিজস্ব চিত্র
dont be bechari | newsfront.co
সচেতনার উদ্যোগ ৷ নিজস্ব চিত্র

জানা গিয়েছে ,গত ৯ ফেব্রুয়ারি ডিমাপুর থেকে সাইকেল যাত্রা শুরু করে অসমের গৌহাটি হয়ে বিভিন্ন জেলা পরিক্রমা করে মঙ্গলবার পশ্চিমবঙ্গে প্রবেশ করেন তিনি ।

hira lal yadav | newsfront.co
হিরা লাল যাদব ৷ নিজস্ব চিত্র

তাঁর নাম হিরালাল যাদব, বাড়ি মুম্বাইয়ে ৷ এর আগেও তিনি এই সাইকেলে করে দেশ, বিদেশ ভ্রমণ করে নারীদের সচেতন করেন ।

আরও পড়ুনঃ পাঁচতারা হোটেলে পদ্ম দলে নাম লিখিয়ে আপ্লুত শ্রাবন্তী

হিরা লাল যাদব বলেন, মেয়েদের সাহসী হওয়া খুব প্রয়োজন, মেয়েদের নিজেদের রক্ষা করতে হবে এই লক্ষ্যেই তিনি এই সাইকেল যাত্রা শুরু করেছেন ৷ এবার বিহার রাজ্য হয়ে তিনি মুম্বাই যাবেন ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here