নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মহানন্দা নদীর ধারে গরু চড়াতে গিয়ে জলের তলিয়ে গেল এক কিশোর। রবিবার ঘটনাটি ঘটেছে চাঁচল ১ নম্বর ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের ভেবা গ্রামে। ওই কিশোরের নাম ফরিদ আলি। তার বাড়ি ভেবা গ্রামেই। পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে তাকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

এদিন গরু চড়াতে বাবা সাইদুল আলি ও দাদা কাদের আলির সঙ্গে গিয়েছিল ফরিদ। গরু নিয়ে মহানন্দা নদী পার হওয়ার সময় বাবা ও দাদার চোখের সামনেই জলে তলিয়ে যায় ওই কিশোর। নদীতে তলিয়ে যাওয়ার খবর চাউর হতেই আশপাশের প্রচুর মানুষ মহানন্দা নদীর দুই পাড়ে ভিড় জমান।
আরও পড়ুনঃ ভিন রাজ্য থেকে আসায় প্রতিবেশীদের রোষে পড়ুয়া
এলাকায় খবর চাউড় হতেই ভিড় বাড়তে থাকে নদীর দুপাশে। চাঁচল-১ ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য বলেন, মহানন্দা নদীতে তলিয়ে যাওয়া ওই কিশোরকে উদ্ধার করতে সবরকম চেষ্টা চলছে। প্রশাসনের তরফে এনডিআরএফ বাহিনীকে খবর দেওয়া হয়েছে। আশা করছি এনডিআরএফ বাহিনী খুব শীঘ্রই ঘটনাস্থলে পৌঁছাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584